Headlines
Loading...
গলসিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল যাত্রীবাহী বাস

গলসিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল যাত্রীবাহী বাস

 



আজিজুর রহমান, পূর্ব বর্ধমান, গলসি, আজাদ বার্তা, দুনম্বর জাতীয় সড়কের গলসিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলো যাত্রীবাহী বাস। ঘটনায় আহত ২০ জনের অধিক যাত্রী। তাদের মধ্যে দুইজন শিশুসহ বেশিরভাগ মহিলা রয়েছেন। ঘটনার পরই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। ঘটনায় বেশ কিছুজনের মাথায় আঘাত লেগেছে পাশাপাশি হাত পা এ চোট লেগেছে বেশ কয়েকজন যাত্রীর। পুলিশ তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠায় চিকিৎসার জন্য। 


প্রত্যক্ষদর্শী সেখ মনোয়ার জানান, রবিবার সকালে ৯ টা ৪০ নাগাদ পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন থেকে বর্ধমান যাচ্ছিল ওই বাসটি। যাওয়ার পথে ২ নং জাতীয় সড়কে উড়ো সারুল মোড়ে স্টপেজ দিয়ে যাত্রী তোলাপাড়া করে বাসটি। তরপরই খানো মোড়ের কাছে একটি লড়িকে পাশ কাটাচ্ছিল। ওই সময় আচমকা সামনে একটি লড়ি পরে গেলে লড়ির পিছনে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায়। এরপরই খানো পুলের কাছাকাছি নয়নজুলির দিকে ছুটে যায় বাসটি। সেখানে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গাড়ির ভিতরে আটকে পরে চালক। তারাই খবর দেয় গলসি থানায়। তাদের এলাকার লোক ও পুলিশ মিলে চালককে সহ সকলকে উদ্ধার করে। পুলিশ চারটি গাড়ি করে আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন বাসটিতে পুরুষ মহিলা ও শিশু মিলিয়ে আনুমানিক সত্তর জন যাত্রী ছিলেন। আচমকা গাছে ধাক্কা মারায় সিটে বসে থাকা বেশকিছু যাত্রীর মাথা ফেটে যায়। সামনে কেবিনে বসে থাকা বেশ কয়েক জনের পা এ চোট লাগে। ঘটনায় আহত হয়েছেন আনুমানিক কুড়ি জনের বেশি যাত্রী বলে জানিয়েছেন তিনি। পুলিশ এসে ক্রেন দিয়ে থানায় নিয়ে যায় বাসটিকে। ঠিক কি কারনে ওই দুর্ঘটনা তার তদন্ত করছে গলসি থানার পুলিশ। 

0 Comments: