Headlines
Loading...
গলসিতে পথ দুর্ঘটনায় আহত ২০ জন বিজেপি কর্মী

গলসিতে পথ দুর্ঘটনায় আহত ২০ জন বিজেপি কর্মী

 



আজাদ বার্তা, পূর্ব বর্ধমান, গলসি,-- গলসির রাকোনা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় আহত ২০ জন বিজেপি কর্মী। আহতদের প্রথমে পুরসা ব্লক স্বাস্থ্যকেন্দ্র আনা হয়। তাদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এলাকার ৫৮ নং জেলা পরিষদের মন্ডল সভাপতি রাজু পাত্র জানান, গলসি ১ নং ব্লকের বুদবুদের পি, ডাবলু, ডি, মাঠে কৃষি বিলের সমর্থনে মিছিল ও পথসভা ছিল। পোতনা গ্রাম থেকে ২৬ জন কর্মী ট্রাক্টরে নিয়ে সেই মিছিলে যোগদান করতে যাচ্ছিল। দু নম্বর জাতীয় সড়কে বর্ধমানের দিক থেকে বুদবুদের দিকে যাচ্ছিল তাদের কর্মীদের ট্রাক্টরটি। রাকোনা মোড়ের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ট্রাক্টরটির পিছনে ধাক্কা মারে। এর জেরে ট্রাক্টরে থাকা কর্মীরা চারিদিকে ছিঁটকে পরে। ঘটনায় আহত হয় তাদের দলের ২০ জন কর্মী সমর্থক। ঘটনার খবর পেয়ে গলসি পুলিশ তাদের সকলকে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় চৌদ্দজনকে। বাকি ছয় জনের আঘাত বেশি থাকায় তাদের বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। কি করে ঘটল ওই দুর্ঘটনা তার তদন্ত করছে গলসি থানার পুলিশ। 

0 Comments: