Headlines
Loading...
বিপদে পাশে থাকা তৃণমূল নেতাকে শুভেচ্ছা জানালো কিশোরী

বিপদে পাশে থাকা তৃণমূল নেতাকে শুভেচ্ছা জানালো কিশোরী



আজাদ বার্তা, পূর্ব বর্ধমান, গলসি, খন্ডঘোষ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি পদে বহাল অপার্থিব ইসলামকে শুভেচ্ছা জানাল খানো গ্রামের সুহানা খাতুন। সচ্ছ রাজনীতি ও ভাল মানসিকতার কারনেই পূর্ব বর্ধমানের খন্ডঘোষে ব্লক সভাপতি পদে বহাল অপার্থিব ইসলাম এমনই জানাই সে। জানা গেছে, কিছুদিন পূর্বে বেশিরভাগ ব্লকের ব্লক সভাপতি পরিবর্তন হওয়ায় পরও খন্ডঘোষ ব্লকে পুনরায় নির্বাচিত হয়েছেন এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা অপার্থিব ইসলাম। আর এতেই ব্লক জুড়ে খুশির হাওয়া। ইতিমধ্যেই তাকে সম্বর্ধনা জানিয়েছেন এলাকার অসংখ মানুষ। পাশাপাশি তাকে ওই পদে বহাল রাখায় খুশি গলসি ও খন্ডঘোষ এলাকার তৃণমূল কর্মীরা। 

ওই পদে বহাল রাখায়, সবচাইতে খুশি হয়েছেন গলসির খানো গ্রামের নাবালিকা সুহানা খাতুন। শুভেচ্ছা কারন বলতে গিয়ে সুহানা জানাই, গত ২০১৯ সালে ৫ ই নভেম্বর রাতে মা তুহিনা বেগম, বাবা ইকবাল সেখে ও ছোটবোন বিলকিসের সাথে ঘুমাচ্ছিল সে। ঘুমন্ত অবস্থায় তাদের ঘরে চাবি লাগিয়ে জানলা দিয়ে প্রেটল ও গ্যাস ঢুকিয়ে আগুন লাগিয়ে দেয় তার দাদু ইউসুফ সেখ। ঘটনায় তারা সকলেই মারাত্বক ভাবে অগ্নিদগ্ধ হয়। পর দিন বর্ধমান হাসপাতালে বাবার মৃত্য হয়। ১২ ই নভেম্বর রাতেই মারা যায় তার মা। তারপর কিছুদিন পরই কলকাতায় মৃত্যু ছোট বোন বিলকিসের। সকলের অর্থ সাহায্য ও প্রচেষ্টায় প্রানে বাঁচে সে। ওই সময় প্রচুর অর্থের প্রয়োজন ছিল। গ্রামের ছেলেরা তার চিকিৎসা খরচ যোগাতে অর্থ সাহায্যে পথে নেমেছিলেন। ওই সময় সংবাদপত্রে খবর দেখে খন্ডঘোষ বিধায়ক নবীনচন্দ্ৰ বাগ ও ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ওরফে ফাগুন তাদের গ্রামে আসেন। এবং একলক্ষ টাকা সাহায্য করেন তাদের চিকিৎসার জন্য। তিনি পুনরায় ব্লক সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সে। পাশাপাশি অভিনন্দন জানিয়েছে, খানো গ্রামের কাজী সমিরুদ্দিন, সেখ সানোয়ার, অসিম মন্ডল, সেখ দারা, মনজিত গুপ্তরা। 


অপার্থিব ইসলাম জানান, দল পুনরায় দায়িত্ব দিয়েছে আর বেশি বেশি মানুষের কাজ করবো। খানো গ্রামের ওই ঘটনা শুনলো গায়ে কাঁটা দেয়। যখন শুনলাম সুহানার চিকিৎসার জন্য অর্থর প্রয়োজন তখন আমি বিধায়ক সাহেবকে জানালাম। তারপর দুইজন মিলে একলক্ষ টাকা দিয়েছিলাম যাতে বাচ্চা গুলোর চিকিৎসা হয়। সুহানা ও খানো গ্রামের মানুষ আমাদের মনে রেখেছে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কাজ করে যাব। 

0 Comments: