Headlines
Loading...
কুনুর নদীর জল বাড়ায় আউসগ্রামে জলের তলায় কৃষি জমি, রাস্তায় উপর বইছে জল

কুনুর নদীর জল বাড়ায় আউসগ্রামে জলের তলায় কৃষি জমি, রাস্তায় উপর বইছে জল



আজাদ বার্তা, আউসগ্রাম :- কুনুর নদীর জল বেড়ে গিয়ে জলমগ্ন হয়েছে আউশগ্রামের বিস্তীর্ণ এলাকা। হঠাৎ ডিভিসির জল ছাড়ায় বিপাকে পরেছে এলাকার এলাকার চাষি সহ সাধারণ মানুষ। জলমগ্ন হয়েছে বেশকিছু বাড়িঘর। জলের তলায় চলে গেছে বহু কৃষি জমি। এলাকাবাসী কাছে জানা গেছে, শুক্রবার রাত থেকে হঠাৎই কুনুর নদীর জল বাড়তে থাকে।পরদিন সকালে জল নদী ছাপিয়ে এলাকায় ঢুকে পরে শনিবার সকালে দেখা যায় মাঠ জুড়ে জলে থৈ থৈ করছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সর্তকতামূলক ব‍্যবস্থা নেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে এলাকার মানুষদের। তবে ঘটনায় এলাকার ধানজমির যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কায় করছেন স্থানীয় চাষিরা। জলের স্রোত বইতে শুরু করেছে বেশ কয়েকটি রাস্তার উপর দিয়ে। আউশগ্রামের বাবুরবাঁধ বাঘরাই ছাড়াও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে ওই জলে। স্থানীয়রা জানিয়েছেন নাব্যতাও কম হওয়ায় নদীর জলছউপচে পরেছে এলাকায়। তাতেই মুলত সমস্যার পরেছেন তারা। রাস্তার উপর দিয়ে জলের স্রোত চালায় যাতায়াত বন্ধ হয়েছে আউশগ্রাম মোড়বাঁধ, আউশগ্রাম কালীদহ ও আউসগ্রাম ভেদিয়া যাওয়া রাস্তায়। ঘুরপথে চলাচল করতে হচ্ছে এলাকার নিত্য যাত্রীদের। 



জানা গেছে আগেরদিন অর্থাৎ বৃহস্পতিরার পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় জলের স্রোত বেড়েছে আউসগ্রাম এলাকার কুনুর নদীতে। প্রাথমিক ভাবে কয়েকশো ধান জমিতে জল ঢুকে পরেছে। আর এর থেকেই ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বেশকিছু চাষি আউশগ্রাম ১ ব্লক বিডিও চিত্তজিৎ বসু জানান, পশ্চিম বর্ধমানের বৃষ্টিপাত ও ডিভিসির জল ছাড়ায় কুনুর নদীতে জল বেড়েছে। শুক্রবার রাত থেকেই আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। তবে এখন জল কমতে শুরু করেছে।

0 Comments: