আজাদ বার্তা, গলসি, ৫ সেপ্টেম্বর সর্ব ভারতীয় যৌথ কর্মসূচি করলো বামফ্রন্ট। সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, সি.আই.টি.ইউ, র গলসী ২ সিপিআইএম এরিয়া কমিটির উদ্দ্যোগে গলসীর গোটা এলাকায় সাইকেল মিছিল করা হয়। গলসির রুপালী সিনেমা হলের সামনে থেকে চৌমাথা হয়ে খেতুড়া, দয়ালপুর, মধ্যগলসী, বাবলা, বুঁইচে হয়ে গলসী বাজার হয়ে আবার গলসী ইন্ডিয়ান ব্যাঙ্কের সামনে শেষ হয় ওই সাইকেল মিছিলটি। ১৬ দফা বিভিন্ন দাবী নিয়ে ওই মিছিল সংগঠিত হয়। কেন্দ্রীয় সরকারের রেল সহ একগুচ্ছ সরকারি সংস্থাকে বিক্রির প্রতিবাদে ও জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন সংগঠনের নেতারা। তাছাড়াও রাজ্য সরকারের কাছে জনগনের বিভিন্ন দাবী নিয়ে মিছিলে স্লোগান দিতে থাকেন তারা। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব, সংগঠক, কর্মী ও দলীয় সমর্থকরা। এছাড়াও একই দাবীতে সাইকেল মিছিল হয় কুরকুবা থেকে বাহিরঘন্ন্যা হয়ে কল্যানপুর। বৃন্দাবনপুর গোটা গ্রাম পরিক্রমা করা হয়। খানো থেকে বড়শোনা হয়ে ছোটোমুড়িয়া। কুলগড়িয়া থেকে শশঙ্গা বড়দিঘী। শ্যামসুন্দরপুর থেকে ভেঁপুর। গরম্বা থেকে গোহগ্রাম ও সামরা থেকে কিশোরকোনা প্রযন্ত।


0 Comments: