আজিজুর রহমান, আজাদ বার্তা, পূর্ব বর্ধমান, গলসি ২ নং ব্লকের কেটনা এলাকায় জনমুখী উন্নয়ন মুলক প্রকল্পের প্রচার মিছিল ও সভা করলো ভুঁড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস। কেটনা কালীতলা খোলামঞ্চে ওই কর্মসূচি করা হয়। এদিন এলাকা থেকে একটি মিছিল গোটা এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে একটি পথসভার আয়োজন করেন অঞ্চল সভাপতি সুবোধ ঘোষ। যেখানে এলাকার কয়েকটি গ্রামের বামফ্রন্ট ও বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন ৬৯ টি পরিবারের কমবেশি ২৫০ জন কর্মী সমর্থক। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন খন্ডঘোষ বিধায়ক নবীন চন্দ্র বাগ ও খন্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্পের লিভলেট বিলি করা হয় উপস্থিত দলীয় কর্মীদের মধ্যে। তাছাড়াও সকলের হাতে মাস্ক তুলে দেওয়া হয় উদ্দ্যক্তাদের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন এলাকার খন্ডঘোষ বিধায়ক নবীনচন্দ্র বাগ ও ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, শাঁকারী ২ নং অঞ্চল সভাপতি সাইফুদ্দিন চৌধুরী, খন্ডঘোষ ব্লক জয়হিন্দ বাহিনীর ভাইস চেয়ারম্যান সেখ হাসানুজ্জামান, গলসি ২ নং ব্লক কার্যকারী সভাপতি নবকুমার হাজরা ও ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি গুলমহম্মদ মোল্লা, অঞ্চল নেতা সুজিত সাম, সাঁকো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবোধ কারক সহ দলীয় নেতৃত্ব।
যোগদান কারীরা জানান, বিজেপি ও সিপিএমে থেকে তারা মানুষকে সুযোগ সুবিধা দিতে পারছেন না তাই তৃণমূল যোগদান করেছেন। তাছাড়া মমতা ব্যানার্জ্জী উন্নয়ন মুলক কাজে সামিল হতেই এদিন তারা দলবদল করেছেন।


0 Comments: