Headlines
Loading...
গলসিতে জাতীয় প্রতিবাদ দিবস পালন করলো সারা ভারত মহিলা সমিতি

গলসিতে জাতীয় প্রতিবাদ দিবস পালন করলো সারা ভারত মহিলা সমিতি




আজাদ বার্তা, গলসি :- গলসি ১ এর ব্লকের পারাজ গ্রামে জাতীয় প্রতিবাদ দিবস পালন করলো সারা ভারত মহিলা সমিতি (AIDWA) - সহ সমস্ত মহিলা বামপন্থীদলগুলি এর উদ্যোগে ওই কর্মসূচী পালন করা হয়। শুরুতে পারাজ গ্রামের মোর থেকে মিছিল শুরু করা হয়। মিছিলের সাথে সাথে মাস্ক ও সাবান বিতরণ করা হয় গোটা গ্রামে। মিছিল শেষে একটি পথসভা করা হয় পারাজ গ্রামে। পথ সভায় সভাপতিত্ব করেন কমঃ দেলোয়ারা সেখ। বক্তব্য রাখেন মহিলা নেত্রী কমঃ জয়শ্রী বিষ্ণু, কমঃ দীপালী পাকড়ে ও কমঃ প্রতিমা চ্যাটার্জী। পাশাপাশি উপস্থিত ছিলেন দলীয় কর্মীরা। 

ওই প্রতিবাদ দিবস নিম্ন লিখিত বিভিন্ন দাবী তোলা হয়ঃ- 

১) সবাইকে ১০ কেজি খাদ্যশস্য অন্তত ৬ মাস দিতে হবে। ২) অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিল করা চলবে না। ৩) আয়কর এর আওতার বাইরে সমস্ত শ্রমজীবী মানুষকে প্রতি মাসে ৭৫০০ টাকা দিতে হবে। ৪) MNREGA'র পরিধি বাড়িয়ে গ্রাম-শহর সর্বত্র বছরে ন্যূনতম ২০০ দিন কাজের গ্যারান্টি করতে হবে, মজুরি বাড়াতে হবে। ৫) লকডাউন কে হাতিয়ার করে শ্রম আইন বদলে দেওয়া চলবে না। ৬) রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র গুলি কে বেসরকারীকরণ করা চলবে না। ৭) অবিলম্বে বেকারদের কাজ দিতে হবে। ৮) সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে। ৯) মিড ডে মিলের বরাদ্দকৃত অর্থ কমানো যাবে না। ১০) স্বল্প সঞ্চয় প্রকল্পে সরকারী সুদের হার কমাতে হবে। ১১) লকডাউন পর্বে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ ও সুদ মকুব করতে হবে ১২) মহিলাদের ওপর সমস্ত রকম হিংসা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ১৩) SC, ST, OBC, প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ ব্যবস্থা বজায় রাখতে হবে ১৪) সাম্প্রদায়িক হিংসা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ১৫) UAPA/NSA সহ সমস্ত দেশদ্রোহ আইনে কারাদণ্ডপ্রাপ্ত সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। ১৬) জনস্বাস্থ্য খাতে অন্তত GDP র তিন শতাংশ অর্থ বরাদ্দ করতে হবে। ১৭) গর্ভবতী মহিলাদের চিকিৎসার জন্য সরকারকে বাড়তি দায়িত্ব নিতে হবে ১৮) সকল মানুষের কোভিড টেস্ট করতে হবে। ১৯) বিনা পয়সায় সরকারকে অতিরিক্ত করোনা টেষ্টের ব্যাবস্থা করতে হবে। ২০) চিকিৎসক, নার্স, সাফাই কর্মী সহ কোভিড ফ্রন্টলাইনার দের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে। ২১) কোভিড রোগী র ভর্তি র নিয়মে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। ২২) কোভিড নয়, এমন রোগীদের সঠিক চিকিৎসা র ব্যবস্থা করতে হবে। ২৩) হাসপাতালে ভর্তির সময় রোগীদের হয়রানি বন্ধ করতে হবে। ২৪) P.M কেয়ার্স তহবিলের সমস্ত অর্থ, সব রাজ্যের মধ্যে বণ্টন করতে হবে। ২৫) স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার ফলাফল বিগত সেমিস্টার এর ফলাফলের ভিত্তিতে প্রকাশ করতে হবে। ২৬) জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে। ২৭) 'Environment Impact Assessment 2020' অবিলম্বে প্রত্যাহার করতে হবে

এদিনের মিছিল ও প্রতিবাদ সভায় এলাকা বাসীরাও উৎসাহের সাথে অংশগ্রহন করেন বলে জানা গেছে।

0 Comments: