Headlines
Loading...
কবরস্থানে জমিদাতা ব্রাহ্মণ কে সম্বর্ধনা জানালেন কংগ্রেস নেতা হিলাল উদ্দিন আহম্মেদ

কবরস্থানে জমিদাতা ব্রাহ্মণ কে সম্বর্ধনা জানালেন কংগ্রেস নেতা হিলাল উদ্দিন আহম্মেদ

 


আজাদ বার্তা পূর্ব বর্ধমান, গ্রামের দুই মুসলিম পাড়াকে কবর দেওয়ার জন্য জায়গা দান করেছেন গ্রামের মানবিক এক ব্রাহ্মণ কালীকৃষ্ণ মুখোপাধ্যায়। তার দেওয়া ১ একর ৬ শতক জায়গায় চলছে কবর দেওয়ার কাজ। এবার তাকে সম্বোধনা জানাতে এগিয়ে এলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্ধমান সদর ১ ব্লক কংগ্রেসের সভাপতি হিলালউদ্দিন আহম্মেদ। এদিন বিকালে তিনি তার দলীয় নেতা কর্মীদের নিয়ে কালীকৃষ্ণ বাবুর বাড়িতে আসেন। তারাপদ তার হাতে ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাকে সম্মান জানান। উপস্থিত ছিলেন, খন্ডঘোষ ব্লক কংগ্রেসের সভাপতি সেখ সাহানাজ উদ্দিন, বাঘার ১ অঞ্চল সভাপতি সেখ সরিফউদ্দিন, বেলকাশ অঞ্চল সভাপতি সেখ আমির আলি, কংগ্রেস নেতা উৎপল চট্টরাজ, যুবনেতা সুদীপ দাস সহ বেশকিছু দলীয় কর্মী সমর্থক। 

জানা গেছে, বর্ধমান ১ ব্লকের তালিত গ্রামে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বাস বহুদিনের। গ্রামের পূর্ব ও দক্ষিণ পাড়ার মুসলিমদের কবর দেওয়ার জায়গা ছিলনা। করব দিতে যেতে হত অনেক দূরে।
দুইপাড়ার মাঝে সাধু পুকুরের পাশেই বেশকিছুটা জমি ছিল গ্রামের ডাঙ্গাপাড়ার বাসিন্দা কালীকৃষ্ণ মুখোপাধ্যায়ের। সমস্যা সমাধানে তিনি ওই জায়গা বিনামূল্যে দান করেন। বেশকয়েক বছর আগে তিনি এই দান করলেও সম্প্রতি এই জায়গা নথিভুক্ত হয়েছে কবরস্থান হিসাবে।

কালীকৃষ্ণ বাবু বলেন, আজকে তার বাড়িতে এসে বেশকিছু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। এতো তিনি খুবই খুশি হয়েছেন। তিনি বলেন, জমি দানের পর গ্রামের মানুষ তাকে মিষ্টি দিতে এলেও তিনি তা নেননি। কারন তিনি ওই দানের কোন মুল্য চান না। পাশাপাশি তিনি আরও জানান, যতদিন বেঁচে থাকবেন সম্প্রীতি রক্ষাতে এরকম কাজ করে যাবেন।
ছবি:- সম্বর্ধনা তুলে দিচ্ছেন কংগ্রেস নেতারা

কংগ্রেস নেতা হিলালউদ্দিন আহম্মেদ বলেন, ১ একর ৬ শতক জায়গা দান করে সমাজের মানুষকে তিনি যে বার্তা তুলে দিয়েছেন তা কখনই ভোলার নয়। তার সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন চির জীবন মানুষ মনে রাখবেন। হিলাল বাবু বলেন, তাকে সম্মান জানাতে পরে তারাও খুব খুশি হয়েছেন। এটাই আমাদের ভারতে বর্ষের ঐতিহ্য। এই ঐতিহ্য যুগ যুগ টিকিয়ে রেখেছেন কালীকৃষ্ণ বাবুর মত মানুষেরাই। অনেকেই বহু সম্পত্তি মালিক হওয়ার পরও এত বড় কাজ করতে পারেন না। তিনি জায়গা দান করায় বর্তমানে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। শতশত বছরে লক্ষ লক্ষ মানুষ ওই দান করা জায়গায় মাটি নেবেন। এমন কাজ সমাজের পক্ষে খুবই ভাল। বর্তমান সময়ে এমন মানুষ পাওয়া খুবই দুস্কর। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কালীকৃষ্ণ বাবুর দীর্ঘায়ু কামনা করি। 

0 Comments: