Headlines
Loading...
গলসিতে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করা হল

গলসিতে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করা হল



আজাদ বার্তা, গলসি ১ নং ব্লকের দুটি গুরুত্বপূর্ণ রাস্তার আজ শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা। প্রথমটি রামগোপালপুর হইতে মল্লসারুল, ১.২০ কিলোমিটার। যার জন্য বরাদ্দ হয়েছে ৬৩ লাখ ৩৭ হাজার আট শত ৩১ টাকা। এবং দ্বিতীয়টি আদড়াহাটি হইতে শিড়রাই ২ কিলোমিটার রাস্তা। যার জন্য বরাদ্দ করা হয়েছে ৫৩ লাখ ৫৪ হাজার ৬৩৮ টাকা। বহুদিন ধরে এই রাস্তা দুটি বেহাল থাকার পর এখন নতুন ভাবে নির্মাণ হওয়ায় কথা শুনে খুশি এলাকাবাসীরা। জানা গেছে আজ আনুষ্ঠানিক ভাবে দুটি রাস্তার শিলান্যাস সম্পন্ন করা হল এবং খুব শিঘ্রই শুরু হবে ওই রাস্তার কাজ। 


এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ উত্তম সেনগুপ্ত ,খাদ্য কর্মাদক্ষ মেহেবুব মন্ডল, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি  জাকির হোসেন, গলসি বিধায়ক অলোক মাঝি, গলসি ১ বিডিও বিনয় কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া সহ সভাপতি অনুপ চ্যাটার্জ্জী, পুর্ত কর্মাধক্ষ ফজিলা বেগম, গলসি ১ নং ব্লক যুব সভাপতি পার্থ সারথি মন্ডল সহ এলাকার প্রধানরা।

0 Comments: