আজাদ বার্তা, পূর্ব বর্ধমান, গলসি, গলসি ১নং ও ২ নং ব্লক জুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করলো তৃণমূল কংগ্রেস। ওই অনুষ্ঠানে গলসি ১ নং ব্লকের মানকরে হাটতলাতে ১০০ জন কর্মী সমর্থক নিয়ে তৃণমূল যোগদান করলেন মানকর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান নীলেশ্বর গোস্বামী। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে জেলার সাথে সাথে ব্লক জুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি ও GST বাবদ বকেয়া টাকা প্রদান না করা প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
গলসি ২ নং ব্লকের গলসি বাজারে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুজন মন্ডলের উদ্দ্যোগে একটি মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, গলসী বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, ব্লক যুব সভাপতি সুজন মন্ডল সহ দলীয় নেতৃত্ব।
পাশাপাশি গলসি ১ নং ব্লকের শিড়োরাই অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ সারথি মন্ডলের উদ্দ্যোগে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। যেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থসারথি মন্ডল, ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ওমর ফারুক, অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আশিষ রায় ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
তাছাড়াও গলসি ১ নং ব্লকের মানকরে একই কর্মসুচী পালন করেন ব্লক নেতৃত্ব। যেখানে সিপিএম থেকে শত খানেক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে দাবী তৃণমূলের। এদিন মানকর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান নীলেশ্বর গোস্বামী তার ১০০ জন সমর্থক নিয়ে তৃণমুল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ব্লক সভাপতি জাকির হোসেন। সভায় উপস্থিত ছিলেন, গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া ও সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য প্রশান্ত লাহা ও ফরিদা ইয়ামিন, মানকর অঞ্চল তৃণমুল সভাপতি ও উপপ্রধান তন্ময় ঘোষ, প্রধান মঙ্গলা রুইদাস, সহ দলীয় নেতৃত্ব।
নীলেশ্বর গোস্বামী জানান, তৃণমূলের উন্নয়নে সামিল হতেই তিনি যোগদান করেছেন। রাজ্য জুড়ে মমতা ব্যানার্জী উন্নয়ন করে চলেছেন। সেই উন্নয়ন সঙ্গ দিতে তিনিও তার লোকজন নিয়ে তৃণমূলে যােগ দিয়েছেন। সকলকে নিয়ে মানুষের কাজ করতে চান তিনি।


0 Comments: