আজাদ বার্তা, গলসি, কৃষি বিল বাতিলের দাবিতে শুক্রবার জাতীয় সড়ক অবরোধ করলো বামফন্ট। বামপন্থী কৃষক ও খেতমজুর সংগঠন গুলির ডাকে ওই অবরোধ কর্মসূচী। গলসি ২ দু নম্বর ব্লকের জাতীয় সড়কের উড়াচটি ও খানো মোড়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত চলে ওই রাস্তা অবরোধ। ঘটনাস্থলে গলসি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিছুক্ষণের মধ্যেই রাস্তা ফাঁকা করে যান চলাচল স্বাভাবিক করেন পুলিশ। এলাকার কয়েক শত কৃষক খেতমজুর সহ বামপন্থী গনসংগঠনের কর্মীরা লাল পতাকা নিয়ে আন্দোলনে সামিল হন বলে জানান দলীয় নেতৃত্ব। পাশাপাশি রাস্তার পাশে একটি পথ সভা করেন তারা। ওই সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক সভা সম্পাদক সৈয়দ হোসেন ও জেলা খেতমজুর ইউনিয়ন সহ সভাপতি সাইদুল হক। উপস্থিত ছিলেন, কৃষক নেতা হারাধন ঘোষ, সাইফুল হক সহ বামপন্থী কৃষক সংগঠনগুলির নেতৃবৃন্দ।
পূর্ব বর্ধমান জেলা কৃষক সভা সম্পাদক সৈয়দ হোসেন জানান, কেন্দ্রের মোদী সরকার কৃষক বিরোধী মারন বিল গায়ের জোরে পাশ করিয়েছে। সেই কৃষক বিরোধী বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কেন্দ্রীয় সরকারের জন্য কোটি কোটি কৃষক বিপদে পরবে। একেই কৃষকরা তাদের শষ্য থেকে লাভ পাচ্ছেন না। আজকে আলুর দাম চল্লিশ চুঁইছুঁই। সেই দামতো কৃষকরা পাচ্ছে না। ফোরে আরতদার আর মজুতদাররা মুনাফা কামাচ্ছে। চাষিরা গরীব থেকে দিন দিন আরও গবীর হচ্ছে। তাছাড়া ওই বিল লাগু হয়ে গেলে কৃষকরা নিজেদের সত্তা হারাবে। তাই তারা কৃষকদের স্বার্থে ওই আন্দোলন চালিয়ে যাবেন।
0 Comments: