Headlines
Loading...
গলসির রামগোপালপুরে রক্তদান শিবির করলো তৃণমূল কংগ্রেস

গলসির রামগোপালপুরে রক্তদান শিবির করলো তৃণমূল কংগ্রেস

 




আজাদ বার্তা, গলসি, গলসী ১নং ব্লকের লোয়া রামগোপালপুর অঞ্চলের রামগোপালপুর বাজারে একটি রক্ত শিবিরের আয়োজন করা হয়। অঞ্চল তৃণমুল কংগ্রেসের পরিচালনায় ও তৃনমুল ছাত্র পরিষদের উদ্যোগে ওই শিবিরে পঞ্চাশ জন তৃণমূল কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। করোনা মহামারী এবং লোকডাউন পরিস্থিতিতে রাজ্যের ব্লাডব্যাংক গুলির রক্ত সঙ্কট মেটাতেই ওই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্টিত হয়। জেলা তৃণমূল নেতা জাকির হোসেন বলেন, দলনেত্রীর নির্দেশ রাজ্য জুড়ে তাদের সামজিক কাজ চলছে। দলীয় কর্মীরা লকডাউনের সময় থেকে দুস্থ অসহায় মানুষদের দুমুঠো খাবারের ব্যবস্থা করছে। চিকিৎসার জন্য বুথে বুথে রক্তদান শিবির করছে। তাছাড়া তৃণমূল সরকার সকল শ্রেণীর মানুষকে প্রকল্পের আওতায় এনে যে পরিসেবা দিচ্ছে। সেটা আজ প্রযন্ত কোন সরকার করে দেখাতে পারেনি। 

মিছিল করে রক্তদান শিবিরে যাচ্ছেন সুন্দর পাশোয়ান

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সদ্য কোলকাতায় যোগদাতা বিজেপির বিধায়ক প্রার্থী তথা বর্তমান তৃণমূল নেতা সুন্দর পাসোয়ান, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ্য মেহেবুব মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া ও সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী, পঞ্চায়েত সমিতির প্রানী সম্পদ ও মৎস কর্মাধক্ষ্য ফরিদা ইয়ামিন, বনভূমির কর্মাধক্ষ্য বিমল বাউরী, ব্লল ছাত্র পরিষদের সভাপতি তাপস সোম, তৃণমূল নেতা সেখ জাহাদুর সহ দলীয় কর্মীরা। 

0 Comments: