আজিজুর রহমান, আজাদ বার্তা, গলসি, বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ গলসি এক নম্বর ব্লকে উচ্চগ্রামে। অভিযোগ অস্মিকার তৃণমূলের। এক বিজেপি কর্মীর মেরে পা ভেঁঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর তাকে চিকিৎসার জন্য পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। উচ্চগ্রামের বাসিন্দা বিজেপি কর্মী শঙ্কর বাগদীর অভিযোগ এদিন বিকেলে গলসিতে তাদের মহামিছিল ছিল। তারা চারটি ট্রাক্টর ভাড়া করেছিল। কর্মীরা মিছিলে যোগ দেয়ার জন্য বের হচ্ছিল। পাশাপাশি গ্রামের কর্মীদের একত্রিত করছিলেন তাদের সমর্থকরা। তখনই পাড়ার কয়েকজন তৃণমূল কর্মী তাদের পথ আটকায়। এবং মিছিলে যেতে বাধা দেয়। তারা জোর করে যেতে চাইলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি তাদের এক মহিলা কর্মীর শীতলতাহানি করা হয় বলে তারা অভিযোগ জানান। ওই বিষয়ে গ্রামের চারজনের বিরুদ্ধে গলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করছে বিজেপি।
উচ্চগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা, সরোজ চক্রবর্তী সব অভিযোগ অস্মিকার করে বলেন, গত কালকে পশ্চিম পাড়ায় মনসা পুজো চলাকালীন বিজেপির নিজেদের মধ্যে একটা বচসা হয়েছে। আজকে পা ভাঁঙা বা মারামারি কিছু হয়নি। মনসা পুজোতে উপলক্ষে গান বাজনা বাজিয়ে আনন্দ করছিল ওই পাড়ার ছেলেরা। পাড়ার লোকদের জোর করে ট্রাক্টরে তুলছিল বিজেপি কর্মীরা। সাধারণ গ্রামবাসীরা মিছিলে যেতে অস্মিকার করে। ওই সময় নিজেদের মধ্যেই ঠেলাঠেলি হয়। আর তাতেই পরে গিয়ে পা মচকে যায় এক বিজেপি কর্মীর। সেটা মিথ্যা ভাবে রাজনৈতিক রং লাগাচ্ছে বিজেপি। লোক করতে না পারাই দোষ ঢাকতে বিজেপি যে ঘৃণ্য রাজনীতি করছে সেটা খুবই দুঃখজনক।
0 Comments: