Headlines
Loading...
গলসি সিমনোড়ী মোড়ের প্রতিবাদ সভায় ৫০ জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করলেন

গলসি সিমনোড়ী মোড়ের প্রতিবাদ সভায় ৫০ জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করলেন



আজিজুর রহমান, আজাদ বার্তা, গলসি :- ব্লক সভাপতি হবার পর তৃণমূল যুব কংগ্রেসকে সাথে নিয়ে প্রথম সভা করলেন জনার্দন চ্যাটার্জ্জী। তবে এর আগে গলসি ১ নং ব্লকে যুব তৃণমূল ও ব্লক (মাদার) তৃণমূলকে সেই ভাবে একত্রে দেখা যায়নি। এবার হয়তো গোষ্ঠী কোন্দল বন্ধ হবে এমনই আশা করছেন তৃণমূল কর্মীরা। রবিবার গলসি ১ নং ব্লকের সিমনোড়ি মোড়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা ছিল। আর সেই সভাতে এক মঞ্চে যুব ও ব্লক (মাদার) দেখা গেল। এদিনের সভা শুরুতে এলাকার ভাসাপুল থেকে সিমনোড়ী মোড় প্রযন্ত একটি বাইক মিছিল করা হয়। তারপর সিমনোড়ী মোড়ে ওই প্রতিবাদ সভা করা হয়। সভায় চারজন বিজেপি কর্মীর নেতৃত্বে পঞ্চাশ জন বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবী তৃণমূলের। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অলোক মাঝি। সভায় আগের সকল কমিটি অঞ্চল কমিটি ও বুথ কমিটি ভেঁঙে দেন নব নির্বাচিত ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জ্জী। 


এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন, গলসি বিধায়ক অলোক মাঝি, ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জ্জী, যুব সভাপতি পার্থ সারথি মন্ডল, যুব সহসভাপতি সুমন্ত ভুল, গলসি ১ নং ব্লক সংখ্যালঘু সেল এর সভাপতি জাহির আব্বাস মণ্ডল, তৃণমূল নেতা শা ওমর ফারুক, মহিলা নেত্রী বর্না হালদার সহ কর্মী সমর্থকরা। 

0 Comments: