Headlines
Loading...
খুঁটি পুজোর মাধ্যমে দূর্গাপুজোর শুভ সুচনা হয়ে গেল বুদবুদে

খুঁটি পুজোর মাধ্যমে দূর্গাপুজোর শুভ সুচনা হয়ে গেল বুদবুদে

 



আজাদ বার্তা, বুদবুদ:- খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ৪৮ তম বর্ষের দুর্গা পূজোর শুভ সুচনা হয়ে গেল বুদবুদে। মন্ডপ তৈরির শুভ সূচনা করলেন বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাবের সম্পাদক অরূপ কুন্ডু। প্রতি বারেই নজর কাড়া মন্ডপ তৈরী করে থাকেন বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাব। এবারে করোনা আবহের জন্য সব পুজোতে উৎসবের আনন্দ ম্লান হয়েছে। তবে দূর্গাপুজোতে ঠিক কি পরিস্থিতি হবে তা এখন সঠিক ভাবে জানা নেই ক্লাব কর্তাদের। তবে সরকারী নিয়ম বিধি মেনেই তারা দূর্গাপুজো পালন করবেন বলে জানিয়েছেন। 


ছবি :- পুজোর সাথে সাথে পোঁতা হচ্ছে খুটি

ক্লাব সদস্য নীলোৎপল পাল জানিয়েছেন, আজকে বুদবুদ গ্রামে খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের ক্লাবের পুজোর সুচনা হয়ে গল। চটের বস্তা আর কুলো দিয়ে তৈরি হবে তাদের এবারের প্যান্ডেল। বুদবুদ এলাকায় বেশ কয়েকটি ক্লাবে নজর কারা পুজো মন্ডপ তৈরী হয়। একে অপরকে টেক্কা দেওয়ার জন্য প্রতিযোগিতাও হয়। দূর্গাপুজো উপলক্ষে বুদবুদ বাজারে হাজার হাজার মানু‌ষের সমাগম হয়। তবে করোনা আবহে পরিস্থিতি ঠিক কেমন হয় তার উপর নজর থাকছে তাদের। সব রকম সরকারী বিধি নিষেধ মেনে তারা পুজো করবেন। তাছাড়াও সতর্কতা মুলক সবরকম ব্যবস্থা তারা নেবেন। যাতে দর্শনার্থীদের কোন অসুবিধা না হয়। 


0 Comments: