করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গিয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছর টুর্নামেন্টের পরবর্তী সংস্করণ হওয়ার কথা ভারতে। কিন্তু অতিমারী পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ২০২১ সালে ভারতে আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা,
তা নিয়ে চিন্তায় পড়েছে আইসিসি। তাই আগেভাগে বিকল্পও ভেবে রেখেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। বিকল্প ভাবনা আইসিসি-র করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় এ বছরের আইপিএল ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে যাওয়া হয়েছে। অতিমারী পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ২০২১ সালেও আইপিএল ভারতে আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
একই প্রেক্ষাপটে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে বিকল্প কী হতে পারে, তার ভাবনাচিন্তা শুরু করেছে আইসিসি। ভাবনায় দুই দেশ ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে কী উপায়, সেই ভাবনা শুরু করে দিয়েছে আইসিসি। সেক্ষেত্রে তুলনামূলক করোনা ভাইরাসের প্রভাবমুক্ত শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরশাহীতে বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তাও শুরু করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।



0 Comments: