Headlines
Loading...
হঠাৎ কী এমন হল যে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা জমা দিলেন ধোনি!

হঠাৎ কী এমন হল যে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা জমা দিলেন ধোনি!


বিসিসিআইয়ের নির্দেশ মেনে আইপিএল শুরুর আগে কোভিড-১৯ টেস্টের নমুনা জমা দিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজই সেই পরীক্ষার রিপোর্ট আসবে বলে সূত্রের খবর। সেই ক্ষণের দিকেই তাকিয়ে মাহি তথা সিএসকে ফ্যানরা।


নমুনা জমা দিয়েছেন ধোনি সূত্রের খবর, রাঁচির সিমালিয়ার ফার্ম হাউস থেকে মহেন্দ্র সিং ধোনির রক্ত এবং শ্লেষ্মার নমুনা নিয়ে গিয়েছেন গুরু নানক হাসপাতালের মাইক্রো ল্যাবের কর্মীরা। কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা জমা দিয়েছেন চেন্নাই সুপার কিংসেরই ক্রিকেটার মনু কুমার সিংও।

আজই তাঁদের রিপোর্ট আসার কথা। কেন এই পরীক্ষা বিসিসিআইয়ের প্রকাশ করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি অনুযায়ী, আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে উড়ে যাওয়ার আগে ক্রিকেটারদের ভারতে অন্তত দুই বার কোভিড-১৯ টেস্ট করাতে হবে। দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বিধিও পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 সেই নিয়মকে সম্মান জানালেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। ধোনিদের আমিরশাহী সফর সূত্রের খবর, সিএসকের দেশি এবং বিদেশি ক্রিকেটাররা ২১ অগাস্ট চেন্নাই থেকে থেকেই চার্টার্ড বিমানে সদলবলে দুবাই উড়ে যাবেন। বিশ্বের অন্যতম ধনী ওই শহরের সেরা আকর্ষণ বুর্জ খলিফার কাছের এক হোটেলে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা থাকবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

 বিসিসিআইয়ের নির্দেশিকা মেনে বায়ো সিকিওর পরিবেশেই সুরেশ রায়নাদের রাখা হবে বলে জানানো হয়েছে। হোটেলের পাশে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করবেন এমএস ধোনিরা।

থাকবেন না পরিবারের সদস্যরা করোনা ভাইরাসের আবহে আরবে আইপিএল চলাকালীন সেখানে টুর্নামেন্টের প্রথম পর্যায় চলার সময় ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন। বলেছেন, দলের সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।


0 Comments: