Headlines
Loading...
পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার থাবা, আক্রান্ত এক সাফাই কর্মী

পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার থাবা, আক্রান্ত এক সাফাই কর্মী


আজিজুর রহমান, আজাদ বার্তা গলসি :- পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার থাবা। আক্রান্ত এক সাফাই কর্মী এমনটাই জানা গেছে হাসপাতাল সুত্রে। রাপিড কিটে (Rapid kit test) রিপোট সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুরসা হাসপাতাল কতৃপক্ষ। দুপুর থেকেই শুরু হয়েছে তৎপরতা। গত রাত থেকে জ্বরে ভুগছিলেন ওই ব্যক্তি। সকালে রাপিড কিট টেস্টে (Rapid kit test) তার রিপোট পজেটিভ আসে। তারপরই সারা হাসপাতাল স্যানটাইজিং করা হয়। তড়িঘড়ি আক্রান্ত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য বর্ধমান ক্যেমরী হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর পর থেকে গোটা হাসপাতালের পাশাপাশি হাসপাতালে বাইরের বসার জায়গা সহ সারা রাস্তা স্যানিটাইজিং করা হয়েছে। পাশাপাশি তার সংস্পর্শে আশা ব্যক্তিদের খোঁজ জানার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ।


বিএমএইচও ফারুক হোসেন জানান, আক্রান্ত ওই ব্যক্তি হাসপাতালে বিভিন্ন সময় সাফাইয়ের কাজ করতেন। এবং কাজে শেষে তিনি হাসপাতালের বাইরে ব্রীজের উপর বসে থাকতেন। সময় কাটানোর জন্য। এলাকার বেশ কিছু লোকের পাশে বসে চা ও খেয়েছেন আক্রান্ত ওই ব্যক্তি। তাই হাসপাতালের বাইরে থেকে যে অনেকেই আক্রান্ত হতে পারেন বলে ধারনা করছেন তিনি। জানা গেছে পুরসা হাসপাতালের সামনে চায়ের দোকানে সারাদিন এলাকার বহু লোকেরা এসে আড্ডা জমান ও চা খান। পাশাপাশি পুরসা গ্রামের বেশ কিছু চাষি ও ব্যবসায়ী মানুষ নিত্যদিন আড্ডা দিতে ও চা খেতে আসেন হাসপাতালের গেটে। বিগত কয়েকদিনে কারা কারা হাসপাতালে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন বা কে কে আক্রান্ত ব্যক্তির সাথে চা খেতে খেয়েছেন সেই বিষয়ে খোঁজ চালাচ্ছেন হাসপাতাল কতৃপক্ষ। 

0 Comments: