Headlines
Loading...
প্রয়াত কংগ্রেস নেতা সৌমেন মিত্রর আত্মার শান্তি কামনায় স্মরন সভা গলসিতে

প্রয়াত কংগ্রেস নেতা সৌমেন মিত্রর আত্মার শান্তি কামনায় স্মরন সভা গলসিতে

 

আজাদ বার্তা ওয়েব ডেস্ক :- গলসি ২ নং ব্লক কংগ্রেসের উদ্যোগে শুক্রবার গলসি বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে একটি স্মরন সভার আয়োজন করা হয়। প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র আত্মার শান্তি কামনার উদ্দ্যেশে ওই স্মরণ সভা আয়োজন করা হয়। তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন এবং দলের নেতারা। পাশাপাশি তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি ২ নং ব্লক কংগ্রেস সভাপতি শ্রী অসীম দত্ত, গলসি বিধানসভা যুব কংগ্রেস সভাপতি আকিব জাভেদ মণ্ডল, খণ্ডঘোষ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি দীপ বালা, স্থানীয় কংগ্রেস নেতা সেখ মহম্মদ হাফিজুর, মোহন দাস, তাপস রায়, রাজীব মল্লিক প্রমুখ।



ব্লক কংগ্রেস সভাপতি অসীম দত্ত জানান, সোমেনদা- র অকাল প্রয়াণে পশ্চিমবঙ্গ কংগ্রেস দলের অপূরণীয় ক্ষতি হলো। কারন তিনি ছিলেন দক্ষ সংগঠক, নিভীর্ক দলনেতা, মিষ্টভাষী সুবক্তা। তিনি সকলকে মানিয়ে নিয়ে চলার মতো এক জনপ্রিয় নেতা ছিলেন। তিনি পদলোভী ছিলেন না। পাশাপাশি তিনি কোনদিন ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করতেন না। তিনি বলেন তাঁর হাত ধরেই কংগ্রেস সহ বর্তমান শাসক দলের অনেক নেতানেতৃর রাজনৈতিক জীবনে বড় পরিচিতি ঘটেছে।


কংগ্রেস নেতা সেখ মহম্মদ হাফিজুর বলেন, সৌমেন মিত্র খুবই জনপ্রিয় নেতা ছিলেন। কয়েক বছর পূর্বে তিনি একটি অনুষ্ঠানে গলসিতে এসেছিলেন। তিনি বলেন যে কোন কাজে সৌমেন বাবুর কাছে গেলে তিনি কখনই কাউকে নিরাস করতেন না। মানুষের সবকথা তিনি মনযোগ দিয়ে শুনতেন। সৌমেন মিত্রর মৃত্যুতে রাজ্য কংগ্রেসে যে ক্ষতি হল সেই ক্ষতি কোন ভাবেই পুরন করা যাবে না। আজকে তার আত্মার শান্তি কামনার জন্য তারা একটি ছোট্ট স্মরন সভার আয়োজন করেছিলেন। 

0 Comments: