Headlines
Loading...
গলসির পুরসার কাছে ২ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের

গলসির পুরসার কাছে ২ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের





আজাদ বার্তা, গলসি, পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সেখ আব্দুল জালেক। বয়স আনুমানিক ৪৯ বছর। তিনি গলসি ১ নং ব্লকের পুরসার বাসিন্দা। প্রতক্ষ্যদর্শীদের কাছ থেকে জানা যায়, সোমবার সকালে সাড়ে ছয়টা নাগাদ তিনি মাঠের কাজে যাচ্ছিলেন। পারাজ স্টেশন মোড়ে রাস্তা দেখে একটি লেন পার হয়ে কাটিং এর মাঝে দাঁড়িয়েছিলেন। ওর সময় বর্ধমান থেকে দূর্গাপুর গামী একটি চারচাকা গাড়ি ওভার টেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে সে রাস্তার মাঝে পরে যায়। ওই সময় পিছন থেকে একটি লড়ির চাকায় তার মাথা পিষ্ট হয়ে যায়এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবী প্রতক্ষ্যদর্শীদের। 


এলাকাবাসীদের দাবী ওই জায়গায় রাস্তার ধারে বেশকিছু গাড়ি দাঁড়িয়ে থাকে। যার জন্য রাস্তা পারাপার ও যাতায়াতের সমস্যা হয় এলাকার মানুষদের। ঘটনার পর গলসি পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার জেরে কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ করে দেয় গ্রামবাসীরা। গলসি পুলিশ এসে ওই সংক্রান্ত বিষয়ে সহযোগিতার আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে বর্ধমান মেডিকেল কলেজের মর্গ থেকে জালেক বাবুর মরদেহ বিকালের দিকে গ্রামে আসে। তারপর তাকে কবরস্থ করা হয়। ঘটনার জেরে মৃতের পরিবারে ও এলাকায় নেমেছে শোকের ছায়া। 

0 Comments: