ছবি :- আজিজুর রহমান
আজাদ বার্তা, গলসি, গলসী ১নং ব্লকের চাঁকতেঁতুল অঞ্চলের রনডিহার আস্থা গেস্ট হাউসে রক্তদান শিবির করলো ব্লক জয় হিন্দ বাহিনীর। স্যোশাল ডিস্টেন্স মেনেই করা হয় ওই রক্তদান শিবির। এদিনের ওই শিবিরে এলাকার ৫০ জন তৃণমূল কর্মী রক্তদান করেন। দুস্থ মানুষের পাশে দাঁড়াতেই এমন উদ্দ্যোগ তাদের। করোনা মহামারীর কথা মাথায় রেখে অল্প সংখ্যক কর্মী নিয়েই শিবিরের কাজ সম্পন্ন করা হয়। ওই শিবিরে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অলোক মাঝি।
দেশজুড়ে করোনা মহামারী এবং লোকডাউন পরিস্থিতিতে ব্লাডব্যাংক গুলির রক্ত সঙ্কট মেটাতে কর্মীদের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জী। লক ডাউন শুরু থেকেই তারই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস। শুরু থেকেই মানুষকে বিভিন্ন ভাবে খাদ্য সমাগ্রী দিয়ে সবপ্রকার সাহায্য করেছেন তারা। এবার প্রতিনিয়ত মমুর্ষ রোগির পাশে দাঁড়াতে লাগাতার রক্তদান শিবির করছে ব্লক তৃণমূল কংগ্রেস।
এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন, বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া ও সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী, ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, চাঁকতেঁতুল গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক ভট্টাচার্য, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি বাসুদেব মন্ডল ও চেয়ারম্যান কালিপদ দে, চাঁকতেঁতুল অঞ্চল তৃনমুল সভাপতি দেবব্রত ঘোষ, সহ দলীয় নেতৃত্ব।


0 Comments: