Headlines
Loading...
গলসির লোয়া-কৃষ্ণরামপুর অঞ্চলে রক্তদান শিবির করল জয়হিন্দ বাহিনী

গলসির লোয়া-কৃষ্ণরামপুর অঞ্চলে রক্তদান শিবির করল জয়হিন্দ বাহিনী




আজাদ বার্তা পূর্ব বর্ধমান গলসি :- গলসি ১ নং ব্লকের লোয়াপুর-কৃষ্ণরামপুর অঞ্চলে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হলো। গলসি ১ নং ব্লক জয় হিন্দ বাহিনীর উদ্যোগে কসবা রাধারানী হাইস্কুলে অনুষ্টিত ওই রক্তদান শিবিরটি। ওই শিবিরে এলাকার পঞ্চাশ জন তৃণমূল কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। করোনা আবহে দুস্থ মানু‌ষের পাশে দাঁড়াতেই এমন উদ্দ্যোগ তাদের। 

শিবিরে উপস্থিত ছিলেন, জয় হিন্দ বাহিনীর জেলার সভাপতি রবীন নন্দী, গলসি বিধায়ক অলোক কুমার মাজি, ব্লক সভাপতি মোঃ জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী, লোয়াপুর-কৃষ্ণরামপুর অঞ্চলের প্রধান লাভলী সরেন, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি বাসুদেব মন্ডল ও ভাইস চেয়ারম্যান স্বপন কুমার বাউরী, লোয়াপুর-কৃষ্ণরামপুর অঞ্চল তৃনমুল সভাপতি তপন রায় গুপ্ত সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা। 

ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি বাসুদেব মন্ডল বলেন, লক ডাউনের সময় থেকে জেলা জুড়ে রক্ত দান শিবির করে আসছে জয়হিন্দ বাহিনী। কারন করোনা আবহে দুস্থ মানু‌ষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ। এদিনও এলাকার পঞ্চাশ জন কর্মী সমর্থক তাদের শিবিরে রক্তদান করেছেন। 

0 Comments: