Headlines
Loading...
কয়েকদফা দাবী নিয়ে গলসি বিডিও অফিসে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই

কয়েকদফা দাবী নিয়ে গলসি বিডিও অফিসে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই




আজাদ বার্তা গলসি :- গলসি ২ ব্লক অফিসে ডেপুটেশন দিল DYFI গলসী ২ আঞ্চলিক কমিটি। বেশ কয়েক দফা দাবী নিয়ে ওই ডেপুটেশন দেওয়া হয়। এদিন বিকাল নাগাদ তাদের উদ্দ্যোগে গলসি বাজার থেকে একটি মিছিল করা হয়। যে মিছিলটি গলসি ২ ব্লক বিডিও অফিসে গিয়ে শেষ হয়। বিডিও অফিসের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন দলীয় নেতৃত্ব। 



তাদের মুলত দাবী করোনা পরিস্থিতিতে অন্য রাজ্য থেকে ফিরে আসা এ রাজ্যের শ্রমিকদের বিকল্প কাজের ব্যাবস্থা করতে হবে। যতদিন না বিকল্প কাজের ব্যাবস্থা হচ্ছে ততদিন মাসে ৭৫০০ টাকা ভাতা দিতে হবে। প্রতিমাসে রেশন বাদেও অতিরিক্ত ১০ কেজি করে খাদ্যশস্য দিতে হবে। তাছাড়াও এলাকার আদড়াহাটি গোহগ্রাম, শিকারপুর, বৃন্দাবনপুরের রাস্তার সংস্কার করতে হবে। পাশাপাশি ব্লকের সকলের করোনার র‍্যাপিড টেস্ট করতে হবে। মিছিলে বক্তব্য রাখেন যুব নেতা চন্দন ভট্টাচার্য্য, মনসিজ হোসেন, সেখ হাকিম, রাজীব সাম প্রমুখরা। তারা বলেন, গলসি ২ নং ব্লক বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় তাদের দাবী খতিয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। 

0 Comments: