Headlines
Loading...
গলসিতে ক্যাম্প করে দুটি আদিবাসী পাড়ার ৫০ টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ

গলসিতে ক্যাম্প করে দুটি আদিবাসী পাড়ার ৫০ টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ




আজাদ বার্তা গলসি :- পঞ্চাশটি আদিবাসী পরিবারকে বিদ্যুৎ পরিসেবা পৌছে দিল রাজ্য বিদ্যুৎ পর্যদের গলসি কাস্টমার কেয়ার সেন্টার। তৎখনাক কোটেশন ফি ছাড়াই ওই পরিসেবা পৌছে দেওয়া হয় দপ্তরের পক্ষ থেকে। জানা গেছে, গলসি ২ নং ব্লকের ছালালপুর গ্রামের অধিনস্থ দুটি আদিবাসী পাড়া হলুদ গড়ে ও কাঁটাগড়ে। যেখানে দু আড়াইশোও বেশি আদিবাসী পরিবারের বাস। কয়েক বছর আগে বিদ্যুৎ এসেছিল তবে কনজুমার না থাকায় ট্যান্সফরমা দুটি অকেজো হয়ে পরে ছিল। বিদ্যুৎ না থাকায় রাতে অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকতো পাড়া দুটি। 

খবর পেয়ে রাজ্য বিদ্যুৎ দপ্তরের গলসি কাস্টোমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানজার সুবীর বিশ্বাস এলাকায় ক্যম্প ক্যানেকসেন দেওয়ার ব্যবস্থা করেন। আগে বিদ্যুৎ না থাকায় পড়াশোনা সহ সব কাজেই সমস্যা হত এলাকার মানুষদের। গতকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই বিদ্যুৎের খুঁটিতে তার লাগিয়ে বাড়ি বাড়ি মিটার বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হয়ছে। নতুন ট্রান্সফারমা লাগিয়ে পাড়াতে বিদ্যুৎ পরিষেবার শুরু হওয়ায় বেশ উপকৃত এলাকার মানুষ। 


সুনীল মুর্মু ও সুখি হাঁসদা জানান, গলসি ২ নং ব্লকের ছালালপুর গ্রামের অধিনস্থ কাঁটাগড়ে একটি আদিবাসী পাড়া। যেখানে কয়েক বছর আগে বিদ্যুৎ এসেছিল তবে। কানেকশন না থাকায় ট্যান্সফরমাটি অকেজো হয়ে পরে ছিল। বিদ্যুৎ না থাকায় অন্ধকার আচ্ছন্ন থাকতো পাড়াটি। সেই ট্রান্সফারমার প‌রিবর্তে নতুন ট্রান্সফারমা লাগিয়ে গ্রামে বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করায় তারা বেশ উপকৃত হয়েছেন। আগে বিদ্যুৎ না থাকায় পড়াশোনা সহ সব কাজেই সমস্যা হত এলাকার মানুষদের। গ্রামের মানুষ বিষটি মাস খানেক আগে বিদ্যুৎ দপ্তরে জানান। তারপরই শুরু হয় তোড়জোড়। আবেদনের ভিত্তিতে তাদের গ্রামে ক্যাম্প করে বেশ কিছু পরিবারকে ততখনাক বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়েছে। এলাকায় আলো পৌছে দিতে সরকারের এমন উদ্দ্যোগে বেশ খুশি হয়েছেন তারা। 

হলুদগড়ের বাসিন্দা মঙ্গল সোরেন ও অজয় সোরেন বলেন, ছেলে মেয়েদের পড়াশোনা খুব অসুবিধা হত। বিদ্যুৎ দপ্তর তাদের গ্রামে পুরাতন অকেজো ট্যান্সফরমাটির পরিবর্তে নতুন ট্যান্সফরমার ব্যবসা করেছে। পাশাপাশি হলুদগড়ে ও কাঁটাগড়ের পঞ্চাশটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। তবে তারজন্য তাদের কাছে কোন ফি নেওয়া হয়নি। এবার থেকে তাদের বাড়িতে বিদ্যুতের আলো জ্বলবে। ছেলেমেয়েদের খুব সুবিধা হবে।

বিদ্যুৎ দপ্তরের গলসি কাস্টোমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার সুবীর বিশ্বাস বলেন, দুটি পাড়া আদিবাসী অধ্যুষিত। বেশিরভাগ গরীব খেটে খাওয়া দিনমজুরের বাস ওই দুটি পাড়াতে। তিনি খবর পান দুটি গ্রামে কাস্টোমার না থাকায় কয়েকবছর ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ আছে। তিনি তদন্তে গিয়ে বেশ কয়েকজন স্কুল পড়ুয়ার কাছে কষ্টের কথা জানতে পারেন। তারপর তিনি ক্যাম্প করে পরিসেবা দেওয়ার কথা ওই দুই পাড়ার মানুষদের বলেন। দুটি পাড়া থেকে পঞ্চাশটি পরিবার বিদ্যুৎ সংযোগ নেওয়ার আবেদন করেন তার দপ্তরে। তারপরই দুটি পাড়ার অকেজো ট্রান্সফারমা দুটির পরিবর্তে নতুন ট্রান্সফারমার ব্যবস্থা করেন তিনি। তিনি বলেন সর্বনিম্ন কোটেশন ফি সাডে আটশো টাকার মত। যেটি সাত আটটি ইনস্টলমেন্টে নেওয়া হবে। গরীব মানুষ হওয়ায় তৎখনাক কোন ফি তাদের কাছে নেওয়া হয়নি। যাতে করে সবাই পরিসেবা পান সেই জন্যই তিনি এমন উদ্দ্যোগ নিয়েছেন। 

0 Comments: