Headlines
Loading...
ভাইকে খুন করে বস্তায় ভরে পুকুর পাড়ে ফেলার অভিযোগ জ্যেঠতুতো দাদার বিরুদ্ধে

ভাইকে খুন করে বস্তায় ভরে পুকুর পাড়ে ফেলার অভিযোগ জ্যেঠতুতো দাদার বিরুদ্ধে




আজাদ বার্তা, বুদবুদ :- দুইদিন আগে নিখোঁজ হওয়া শিশুর মৃতদেহ উদ্ধার হল রনডিহা সেচ বাংলোর পাশে একটি পুকুর পাড়ে থেকে। তদন্তে নেমে পুলিশ উদ্ধার করে ওই মৃতদেহ। মৃত শিশুর নাম সানি বাগদি। তার বয়স আনুমানিক ৭ বছর। রবিবার দিন সকালে নটা নাগাদ গলার নলীকাটা মৃতদেহ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় অভিযুক্ত সানির জ্যেঠতুতো দাদা নীলু বাগদিকে গ্রেপ্তার করেছে বুদবুদ থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে নীলুর মা ও বাবাকে। ঘটনা আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করছে বুদবুদ থানার পুলিশ। 

সানির মা চম্পা বাগদীর অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। তিনি বলেন ১৪ ই আগস্ট গ্রামের পাশে একটি জঙ্গলে কাঠ আনতে যাবার সময় তার ছেলে সানিকে বাড়িতে রেখে যান। বাড়ি ফিরে দেখেন সানি বাড়িতে নেই। বেলা বারোটা থেকে খোঁজাখুঁজি শুরু করে তারা। পাড়া গ্রাম ও এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন তারা। তারপর তারা খবর দেয় বুদবুদ থানায়। তদন্তে নেমে পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় তল্লাসি শুরু করে। রনডিহা সেচ বাংলোর একটি পুকুর পাড় থেকে উদ্ধার করে ওই মৃতদেহ। 

এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে, তদন্তে নেমে নীলু বাগদীর বাড়ি যায় বুদবুদ থানার পুলিশ। নীলু বাগদীর বাবার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবারই নীলুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তখনই সে জানায় সানির দেহ রনডিহা সেচ বাংলোর পাশে পুকুর পাড়ে আছে। এমনটিই জানিয়েছেন এলাকার মানুষ। রবিবার সকালে পুলিশ এসে পুকুর পাড়ে তল্লাসি শুরু করে। তখনই পুকুরের পাড়ে ডালপালা চাপা একটি বস্তা দেখতে পায় পুলিশ। এলাকাবাসীরা জানায়, বস্তার ভিতরে প্লাস্টিকের মোড়া নলি কাটা অবস্থায় সানির দেহ পরে ছিল পুকুর পাড়ে। বস্তার খুলতেই ভিতর থেকে উদ্ধার হয় সাত বছরের শিশুর মৃতদেহ। এরপরই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পরে। নীলুর শাস্তির দাবী করতে থাকে পুলিশের সামনেই। গ্রামবাসীদের একাংশ দাবি করে অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে। বেগতিক দেখে অবশেষে বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। গ্রামবাসীদের আশ্বাস্ত করে পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার করে বুদবুদ থানায় নিয়ে যাওয়া হয়। এমন ঘটনার জেরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। 

0 Comments: