Headlines
Loading...
ডিজিটাল ইন্ডিয়া তে ৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে গুগল - ঘোষণা সুন্দর পিচাই এর

ডিজিটাল ইন্ডিয়া তে ৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে গুগল - ঘোষণা সুন্দর পিচাই এর


ডিজিটাল ইন্ডিয়া তে  ৭৫,০০০ কোটি  টাকা বিনিয়োগ করবে গুগল - ঘোষণা সুন্দর পিচাই এর। সম্প্রতি  ১৩ই জুলাই "গুগল ফর ইন্ডিয়া" কনফারেন্স  এ  দেশের ডিজিটাল অর্থনীতি , বর্তমান কভিড -১৯ ক্রাইসিস নিয়ে বিশদে আলোচনা হয়।  এই কনফারেন্স এই সিইও  সুন্দর পিচাই ওগুগল আধিকারিকেরা ভারতীয়দের এই  চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার  জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেন।  


ভারতের ডিজিটালাইজেশন প্রয়াসকে আরও সম্প্রসারণে করা হবে। 
এই  বিনিয়োগ ভারতের ডিজিটাল অর্থনীতিতে আমাদের আস্থার প্রতিচ্ছবি 
অনলাইন এ পড়াশোনাতে সহায়তা করার উদ্যোগ
ছোট ব্যাবসায়ী দের সহায়তা করা হবে 


ভারতের ডিজিটালাইজেশন প্রয়াসকে আরও সম্প্রসারণে করা হবে। 

সুন্দর পিচাই ঘোষণা করেন ডিজিটাল ইন্ডিয়ার জন্য ৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আগামী ৫-৭ বছরের মধ্যে এই বিনিয়োগ সম্পন্ন করবে গুগল।  গুরুত্ব দেওয়া হবে আর্টিফিশিয়াল এজেন্সির মাধ্যমে ভারতের আঞ্চলিক ভাষায় ডিজিটাইজেশন এর ওপর। ভারতীয় উপভোক্তা দের  সুবিধার জন্য আরও নতুন পরিষেবা চালু করা হবে। 


এই  বিনিয়োগ ভারতের ডিজিটাল অর্থনীতিতে আমাদের আস্থার প্রতিচ্ছবি 

গুগল ইন্ডিয়ার প্রধান সঞ্জয় গুপ্ত বলেছেন, "এই বিনিয়োগ এর ভারতের ভবিষ্যত এবং এর ডিজিটাল অর্থনীতির প্রতি গুগলের  আস্থার প্রতিচ্ছবি।" তিনি আরও বলেছেন  "আমাদের লক্ষ্য হ'ল ইন্টারনেটকে ১৩০ কোটি  ভারতীয়দের জন্য সহায়ক করে তোলা।  যা  ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী  করতে সহায়তা করবে।"



 
অনলাইন এ পড়াশোনাতে সহায়তা করার উদ্যোগ

লক ডাউন এর ফলে বন্ধ স্কুল কলেজ। অনলাইন এ কিছু কিছু স্কুলে  পড়াশুনো চালু হলেও উপযুক্ত পরিকাঠামোর অভাবে ঠিক মতো সম্ভব হচ্ছে না তা।  সেই অসুবিধা দূর করতে সচেষ্ট হবে গুগল। ডিজিটাল লার্নিং কে আরও উপযুক্ত করার জন্য কৈবল্য শিক্ষা ফাউন্ডেশনে গুগল ইতিমধ্যে ১০ লক্ষ্য মার্কিন ডলার অনুদান এর  প্রতিশ্রুতিকরেছে । সাত লক্ষ্য এরও বেশি শিক্ষককে প্রশিক্ষণ দেবে গুগল স্বল্প সময়ে ডিজিটাল লার্নিং এর উপযোগী করে তোলার জন্য। 

এছাড়াও, নিজস্ব বিনিয়োগের পাশাপাশি গুগল  ২০২০ সালের মধ্যে  সিবিএসইর সাথে ভারতব্যাপী ২২,০০০-এরও বেশি স্কুলে  প্রশিক্ষণের জন্য পার্টনারশিপ করেছে। চিরাচরিত ক্লাসরুমের পদ্ধতির সাথে জি-স্যুট ফর এডুকেশন, গুগল ক্লাসরুম, ইউটিউব এবং আরও অনেক কিছু বিনামূল্যে ব্যবহার করার ট্রেনিংদেওয়া  হবে । 


ছোট ব্যাবসায়ী দের সহায়তা করা হবে 

যাতে ছোট ব্যাবসায়ী রা আরও বেশি ভাবে ডিজিটাল ইকোনমির সাথে যুক্ত হতে পারে - একগুচ্ছ প্যাকেজ ঘোষণা করেছে গুগল।  প্রসার ভারতীর সাথে গুগল ছোট ব্যাবসায়ী দের জন্য প্রশিক্ষণ এর ব্যবস্থা করবে।  করোনা মহামারী চলাকালীন বিভিন্ন অনলাইন টুলস এর মাধ্যমে কি করে ব্যাবসায়ীরা নিজেদের ব্যাবসা চালিয়ে যেতে পারে  -গুরুত্ব দেওয়া হবে তার উপর।  

0 Comments: