Headlines
Loading...
একদিনে আক্রান্তের সংখ্যা হবে ২ লক্ষ্য ৮৭ হাজার - সতর্ক করলেন এমআইটি এর গবেষকরা

একদিনে আক্রান্তের সংখ্যা হবে ২ লক্ষ্য ৮৭ হাজার - সতর্ক করলেন এমআইটি এর গবেষকরা


সতর্ক  করলেন  ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এর গবেষকরা। যদি  রোখা না যায় এই মুহূর্তে আরও  খারাপ  সময়  আসছে  ভারতের।  স্রেফ একদিনে আক্রান্তের সংখ্যা হবে ২ লক্ষ্য ৮৭ হাজার। কভিড - ১৯ এর সংক্রমণ  নিয়ে  বিস্তারিত  গবেষণা করা  হয়  এমআইটির সোলান স্কুল অফ মানাজেমেন্টে।


 করোনা ভাইরাস এ সংক্রমণের নিরিখ শীর্ষ স্থানে চলে যাবে ভারত 
 ৮৪৮টি দেশের সংক্রমণের ঘটনা,পরিসংখ্যান এর ভিত্তিতে এই গবেষণা 
একবার কমিউনিটি ট্রান্সমিশন শুরু  হয়ে গেলে সংক্রমণের বিস্তার রোধ করা খুব ই কঠিন 
উপায় একটাই - সোশ্যাল ডিস্টেন্সিঙ 
ভ্যাকসিন কত দূর ? 

আর এই গবেষণাতেই উঠে  এসেছে এই  ভয় পাওয়ানো তথ্য  - করোনা ভাইরাস এ সংক্রমণের নিরিখ শীর্ষ স্থানে চলে যাবে  ভারত , আগামী ২০২১ সালে শীতকালের শেষের  দিকে  সর্বোচ্চ হতে পারে সংক্রমণের হার।  যদি  ভ্যাকসিন কিংবা সঠিক চিকিৎসা পদ্ধতি না আসে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৫ কোটির কাছে।  মৃত্যু হবে ১৮.৯ লক্ষ্য মানুষের।  

সম্প্রতি ৮৪৮টি দেশের সংক্রমণের ঘটনা,পরিসংখ্যান জনসংখ্যার বিশ্লেষণ করে গবেষকরা এহেন সিদ্ধান্তে উপনীত হয়েছেন।  ৮৪৮ টি  দেশের সংক্রমণের হার , সুস্থ্য  হয়ে ওঠার হার ও মৃত্যুর হার  চেক  করে এই  মডেলটি বানানো হয়েছে।  এমনকি কমিউনিটি ট্রান্সমিশন এর পর্যায় ও এই সমীক্ষায় আলোচনা করা হয়েছে। বলা হয়েছে ভারতের মতন বিপুল জনবহুল  দেশে একবার কমিউনিটি ট্রান্সমিশন শুরু হলে এই মহামারী রোধ করতে প্রচুর বেগ পেতে হবে সরকারকে।  


সমীক্ষাটি ভাইরাসের বিস্তার এবং মৃত্যুর হার নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে ভাইরাস সনাক্তকরণের গুরুত্ব বিপুল।  প্রাথমিক পর্যায়ে রোগীর সংখ্যা অনেক  কম  থাকায় সনাক্তকরণ এবং কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে সম্ভাব্য রোগীকে আইসোলেশন করা সম্ভব।  কিন্তু  একবার কমিউনিটি ট্রান্সমিশন শুরু  হয়ে গেলে সংক্রমণের বিস্তার রোধ করা খুব ই কঠিন হয়ে দাঁড়ায়।  কারণ  কমিউনিটি ট্রান্সমিশন শুরু  হলে  ঠগ বাছতে গ্রাম উজাড়  হয়ে  যাবে।  সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে  আশা লোকের সংখ্যা বহুল ভাবে বেড়ে যাবে।  

উপায় একটাই - সোশ্যাল ডিস্টেন্সিঙ 

এই  মুহূর্তে একটাই  কাজ সকলের উচিত স্বাস্থ্য সচেতনতা মেনে চলা , নিয়মিত মাস্ক ব্যবহার করা এবং সোশ্যাল ডিস্টেন্সিঙ বজায় রাখা।  অপ্রয়োজনে  বাড়ির  বাইরে না বেরোনো।  আমাদের 

ভ্যাকসিন কত দূর? 

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডাব্লুএইচও) এর মতে, ১৯ টি ভ্যাকসিন  এর ট্রায়াল চলছে বিশ্বজুড়ে।  শত শত বিজ্ঞানী ও সংস্থা অবিরত কাজ করে চলেছে এই ভ্যাকসিন এর জন্যে।  অপেখ্যা একটাই  কবে আসবে ট্রায়াল এর  রেজাল্ট।  কবে আসবে বাণিজ্যিক অনুমোদন এই ভ্যাকসিন এর। 

0 Comments: