Headlines
Loading...
বিজেপি কর্মীকে চাকরি করে দেবার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ দুই বিজেপি নেতার বিরুদ্ধে

বিজেপি কর্মীকে চাকরি করে দেবার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ দুই বিজেপি নেতার বিরুদ্ধে

শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে প্রতি মুহুর্তে গলা ফাটাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা । কিন্তু এবার প্রকাশ্যে এল একেবারে উল্টো পুরাণ কাণ্ড ।পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বিজেপি নেতাদের দুর্নীতির পর্দা ফাঁস করেদিলেন এক বিজেপি কর্মী ।চাকরি করে দেবার টোপ দিয়ে বিজেপি কর্মীর কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আবার ওই বিজেপি কর্মীকেই খুনের হুমিকে দেবার অভিযোগ উঠেছে খণ্ডঘোষের দুই বিজেপি নেতার বিরুদ্ধে ।

প্রতারিত বিজেপি কর্মী হেমন্ত রুইদাস ঘটনা সবিস্তার উল্লেখ করে দুই বিজেপি নেতা মহাদেব তা ও পিন্টু সাম এর বিরুদ্ধে খণ্ডঘোষ থানায় এফআইআর দায়ের করেছেন ।এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে ।
খণ্ডঘোষের সরঙ্গা গ্রামে বাড়ি প্রতারিত বিজেপি কর্মী হেমন্ত রুইদাসের ।প্রতারণার বিষয়ে গত রবিবার তিনি খণ্ডঘোষ থানায় গিয়ে খণ্ডঘোষের দুই বিজেপি নেতা মহাদেব তা ও পিন্টু সাম এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন । পিন্টু সাম খণ্ডঘোষের ৪ নম্বর জেলাপরিষদ মণ্ডলের সাধারণ সম্পাদক । একই মণ্ডলে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ মহাদেব তা ।
বিজেপি কর্মী হেমন্ত রুইদাস লিখিত অভিযোগে পুলিশকে জানিয়েছে , পার্টি করার সুবাদে ২০১৯ লোকসভা নির্বাচনের সময়ে তার সঙ্গে পরিচয় হয় মহাদেব তা ও পিন্টু সামের। খণ্ডঘোষের সরঙ্গা গ্রামে বাড়ি বিজেপি নেতা মহাদের তা এর । আর অপর বিজেপি নেতা পিন্টু সামের বাড়ি খণ্ডঘোষের আমরাল গ্রামে ।হেমন্তর অভিযোগ ,“এই দুই বিজেপি নেতা তাঁর স্ত্রী মাম্পিকে আইসিডিএস-এ এবং তাঁকে বন্ধন ব্যাঙ্কে চাকরী করেদেবার প্রতিশ্রুতি দেয় ।
চাকরি করেদেবার জন্য ৪ লক্ষ টাকা লাগবে বলে ওই দুই বিজেপি নেতা তাকে জানায় । হেমন্ত বলেন , দলেই দুই পদাধিকারীনেতার কথা তিনি বিশ্বাস করে ফেলেন । হেমন্ত বলেন , মহাদেব এরপর একদিন তাঁকে পিন্টুর কাছে নিয়েযায় ।চাকরি হয়েযাবে বলে সেখানেদুই বিজেপি নেতা পাকা কথা দেবার পর তিনি তাদের হাতে ২ লক্ষ টাকা দিয়েদেন ।চাকরি হয়ে যাবার পর বাকি ২ লক্ষ টাকা দিয়ে দেবেন বলে হেমন্ত দুই বিজেপি নেতা পিন্টু সাম ও মহাদেব তা কে বলেছিলেন । হেমন্ত রুইদাস পুলিশকে জানিয়েছে , দুই বিজেপি নেতা তার কাছ থেকে ২ লক্ষ টাকা নিলেও এখনও চাকরির কোন ব্যবস্থা করে দেননি ।
তিনি টাকা ফেরৎ চাওয়ায় ওই দুই বিজেপি নেতা এখন তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে । এছাড়াও ওই দুই প্রতারক বিজেপি নেতা কখনও পুলিশ পরিচয় দিয়ে ফোন করে আবার কখনও উকিল পরিচয় দিয়ে ফোন করে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবার ভয় দেখাচ্ছে । হেমন্ত রুইদাস এদিন অভিযোগে আরও বলেন ,তাঁর স্ত্রী মাম্পি রুইদাস হঠাৎ করে নিখোঁজ হয়ে যাবায় ঘটনাতেও বিজেপি নেতা মহাদেব তা জড়িত রয়েছে । ”
বিজেপি কর্মীর দায়ের করা এই অভিযোগের ভিত্তিতে খণ্ডঘোষ থানার পুলিশ প্রতারণা ও প্রাণ নাশের হুমকি সহ একাধীক ধারার মামলা রুজু করে দুই বিজেপি নেতার খোঁজ শুরু করেছে । যে দুই বিজেপি নেতার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে তাদের ফোন নম্বারে এদিন ফোন করেও যোগাযোগ করা যায়নি । ফোন সুচই অফ থাকায় তাদের কোন প্রতিকৃয়াও মেলেনি ।
এদিকে বিজেপি নেতাদের এমন প্ররতারণা কাণ্ড সামনে আসার পরেই প্রতিবাদে স্বোচ্চার হয়েছে খণ্ডঘোষের ব্লক তৃণমূলের নেতা ও কর্মীরা । খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম বলেন , ‘উপর তলা থেকে নিচু তলা পর্যন্ত সব বিজেপি নেতারাই চোর ও দুর্নীতিগ্রস্ত ।

সারা দেশ জুড়ে বিজেপি লুঠ চালাচ্ছে । নিজের দলের সাধারণ কর্মীদের কাছ থেকে টাকা লুঠ করতেও কশুর করছে না বিজেপি নেতারা । এরথেকে বড় লজ্যার আরকি হতে পারে । ’ যদিও খণ্ডঘোষের বিজেপি পর্যবেক্ষক বিজন মণ্ডল দাবি করেছেন , ‘সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন । দুই বিজেপি নেতাকে ফাঁসাতে তৃণমূল চক্রান্ত করে এইসব মিথ্যা মামলা রুজু করিয়েছে । বিজন মণ্ডল জানিয়েদেন,রাজনৈতিক ভাবেই এইসব চক্রান্তের মোকাবিলা করবে দল । ’

0 Comments: