Headlines
Loading...
প্রতীক্ষার অবসান, বুধবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল

প্রতীক্ষার অবসান, বুধবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল


শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান। আগামীকাল অর্থাৎ 15 ই জুলাই বুধবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল প্রকাশ ।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকের মধ্যেই ফোন করেন মুখ্যমন্ত্রী। আলাপনবাবু লাউডস্পিকারে ফোন দিলে মুখ্যমন্ত্রী ফলঘোষণার দিন জানান। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯ এবং ছাত্রীদের সংখ্যা ছিল ৫ লক্ষ ৭৬ হাজার ৯ জন।
বুধবার সকাল সাড়ে দশটা থেকে মধ্য শিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbresults.nic.in -এ অ্যাডমিট কার্ডের নম্বর দিয়েই ফলাফল দেখতে পারবে পড়ুয়ারা।
মাধ্যমিক পরীক্ষা যেহেতু সবকটা বিষয়ে হয়েছিল সেইজন্য সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে মেধাতালিকা প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ ।
সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।

0 Comments: