নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, গলসি করোনা নিয়ে তিনমাস ধরে চলছে মাইকিং। তবুও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। ভয়াবহ মহামারী মোকাবিলায় বহু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। প্রতিনিয়ত সজাগ সতর্ক থাকার বার্তা নিয়ে বার বার সচেতন করছে পুলিশ। এদিকে পুর্ব বর্ধমান জেলা জুড়ে করোনা আক্রান্তর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তার জেরে শুরু হয়েছে এক সপ্তাহ লকডাউন। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে ব্যবস্থা নিল গলসি পুলিশ।
তাই এবার থানায় ঢুকতে মানতে ইচ্ছে বিধি নিষেধ। থানার গেটেই আটকে দিচ্ছে সিভিক ভলেন্টিয়ার রা। গলসি থানায় প্রবেশে মাস্ক বাধ্যতামুলক করা হয়েছে থানার পক্ষ থেকে। থানা চত্বরে ঢুকলেই প্রথমে হান্ড স্যানিটাহজ পরে থার্মাল টেস্টে গায়ের উষ্ণতা মেপে ঢুকতে দেওয়া হচ্ছে থানার ভিতরে। থানার ভিতরে একের অধিক প্রবেশে রাখাতে হয়েছে নিষেধাজ্ঞা। বিশেষ প্রয়োজন ছাড়া একের অধিক ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি, ডিউটি অফিসারদের কাছে যেতে হলে সারা দেহ স্যানিটাইজ করতে হচ্ছে। ওই কাজে থানার অফিসের মুখে বসানো হয়ছে একটি স্যানিটাইজার ট্যনেল। সেখানে সারা দেহ স্যানিটাইজ করে তবেই থানার ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
থানায় আগত স্থানীয় বাসিন্দা সেখ জাকির জানান। এখন খুবই প্রয়োজন ছাড়া থানায় আসা উচিত নয়। তিনি এসেছেন জমির সংক্রান্ত একটি মামলার বিষয় জানতে। এসে প্রসাশনের সচেতনতার কাজ দেখে খুব খুশি। তিনি বলেন থানা মানুষের একটি জরুরী পরিসেবার জায়গা। পুলিশের এমন ব্যবস্থায় খুবই উপকৃত হবে এলাকার মানুষ।


0 Comments: