Headlines
Loading...
আবিস্কার হয়েছে করোনা মোকাবিলার ওষুধ ?

আবিস্কার হয়েছে করোনা মোকাবিলার ওষুধ ?


ছবি ইন্টারনেট 

স্যোসাল মিডিয়া থেকে পাওয়া তথ্য ,  করোনা সারা দেশের তথা বিশ্বের মানুষ কপালে ভাঁজ ফেলিয়েছে। দিনে দিনে ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষকরা চালাচছেন টিকা আবিষ্কারের চেষ্টা। বিভিন্ন খবর সংবাদ থেকে জানা গেছে, বিশ্বে করোনা বিলুপ্তির জন্য প্রায় ১০০টি প্রতিষেধকের ওপর পরীক্ষা-নিরীক্ষার কাজ চালাচ্ছেন বিভিন্ন গবেষক ও বিজ্ঞানীরা। তবে এই রকমও খবর পাওয়া গেছে যে করোনার নির্মুলের ওষুধ আবিষ্কার হয়ে গিয়েছে। তাছাড়া প্রতিষেধক ছাড়া করোনা ভাইরাসকে নির্মুল করা সম্ভব নয়। এমন কথা জানিয়েছে গেছে রাষ্ট্রসঙ্ঘের কাছ থেকে।



করোনা আক্রান্তদের উপর পরীক্ষামূলক প্রয়োগে ফলে বেশ সফল্যের আশা দেখছেন বিজ্ঞানীরা। এদিকে বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছে যে করোনা মোকেবিলায় রাশিয়ার বিজ্ঞানীরা বেশ সাফল্য পেয়েছেন। তাই ১১ জুন থেকেই করোনার চিকিৎসায় এই ওষুধের প্রয়োগ শুরু করছে রাশিয়া। ইতিমধ্যেই অ্যাভিফ্যাভির’ (Avifavir) নামে এই ওষুধের পেটেন্ট পেয়েছে রুশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা। জানা গেছে তাদের ওই ওষুধে ষাঠ থেকে পয়ষট্টি শতাংশ মানুষ সুস্থ হতে শুরু করেছে। কয়েকদিন ধরে তারা ওই ওষুধ ব্যবহার শুরু করেছে। তবে রাশিয়ার বিজ্ঞানী ও গবেষকদের ধারনা ওই ওষুধ ভালো কাজ করবে বলে আশাবাদী তারা।

0 Comments: