Headlines
Loading...
আশ্চর্য ঘটনা, অন্যের লাস এল বাড়িতে

আশ্চর্য ঘটনা, অন্যের লাস এল বাড়িতে


পূর্ব বর্ধমান, গলসি :-  লকডাউনে লাস নিয়ে বিভ্রান্তির ঘটনা গলসি থানার শিড়রায় গ্রামে। গ্রামবাসীদের কাছে থেকে জানা গেছে, গ্রামের খাসপাড়ার বছর আটষট্টি আল্লাদি বিবি ডাইরিয়া নিয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে হাসপাতালে মৃত্যু হয়। এদিন দুপুরের পর মেডিকেল কলেজ থেকে  মৃতদেহটিকে প্লাস্টিকের মোড়কে বেঁধে বাড়ি নিয়ে আসার পর ওই বিভ্রান্তি ঘটে। মৃতের খবর পেয়ে মাটি দেওয়ার জন্য আত্মীয়সজন তখন চলে এসেছেন। এবার মরদেহের মূখ দেখতে চাইলে দেখা যায় অন্য মৃতদেহ চলে এসেছে তাদের গ্রামে। দুপুর নাগাদ মাটি দেওয়ায় কিছুক্ষণ আগেই হৈ চৈ পড়ে যায় গ্রামের মধ্যে। একে তো লক ডাউন তার পর এমন ঘটনায় বেশ বিভ্রান্তি ছড়িয়ে পরে গ্রামে।

মরদেহ বাড়ির বাইরে রেখে মুখ খুলতেই আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা দেখেন ওই মৃতদেহটি আল্লাদি বিবির নয়। তারপরই সেই মৃতদেহ ফিরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গ্রামবাসীরা জানাই, হাসপাতালের মর্গে দুটি মৃতদেহ নেওয়ার জন্য দুটি অ্যাম্বুলেন্স ছিল। ভুল বসত তাদের অ্যাম্বুলেন্সে অন্য মৃতদেহ চেপে যায়। তারজন্যই ওই বিভ্রান্তি। তবে পরিবার প্রতিবেশিদের প্রচেষ্টায় কয়েকঘন্টার মধ্যেই সেই সমস্যার সমাধান হয়ে যায়।


তবে ওই ব্যাপারে হাসপাতাল বিভাগও কোন ভুল নেই বলে জানিয়েছেন গ্রামের লোকেরাই। মরদেহ তোলার সময় ভুল বসত অন্য মরদেহ তাদের অ্যাম্বুলেন্সে চেপে গিয়েছিল। তবে কিছুক্ষণ পরে অবশ্য লাশটিকে পরিবর্তন করে নিয়ে আসা হয় গ্রামে। বৈকাল ৫টা নাগাদ পুনরায় বাড়ী নিয়ে আসা হয় আল্লাদি বিবির মরদেহ। তারপর সংক্ষিপ্ত সময়ে মরদেহের মূখ দেখিয়ে তাকে কবরস্থ করা হয়।

0 Comments: