Headlines
Loading...
গলসিতে গোষ্ঠী কোন্দল ভুলে এক মঞ্চে সব তৃণমূল নেতারা

গলসিতে গোষ্ঠী কোন্দল ভুলে এক মঞ্চে সব তৃণমূল নেতারা



আজিজুর রহমান, আজাদ বার্তা, ৩০ শে জুলাই, গলসির বুদবুদে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক মঞ্চে দেখা গেল তৃণমূল যুব ছাড়াও ব্লকের সকল তৃণমূল নেতাদের। তবে কি একই রাজনৈতিক ভিন্ন মতাদর্শ ভুলে বিধানসভা প্রস্ততি শরু হল গলসি ১ নং ব্লকে? সেই নিয়েই শুরু হয়েছে তর্জা। কারন গলসি ১ নং ব্লকে যুব সভাপতি পার্থর সাথে ব্লক সভাপতি জাকির হোসেনের দন্দ প্রায় শরু থেকেই। যা এবার অবসান হল বলো মনে করছে রাজনৈতিক মহল। 

উল্লেখ্য, বৃহস্পতি বার গলসি ১ ব্লকের বুদবুদে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে নব নিযুক্ত পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার ও গলসি খন্ডঘোষ এবং রায়না ব্লকের নতুন কোঅর্ডিনেটার অলোক মাঝিকে সম্বর্ধনা দেওয়া হয়। আর সেই অনুষ্ঠানের রাগঝাল ভুলে একমঞ্চে হাজির হন সকলে। এদিনের ওই অনুষ্ঠানে দেখা গেল, গলসী ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন, কার্যকরী সভাপতি শা ওমর ফারুক, মহম্মদ মোল্লা, গলসী ১নং ব্লক তৃণমূল যুব সভাপতি পার্থ মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া, সহ সভাপতি অনুপ চ্যাটার্জ্জী, পঞ্চায়েত সমিতের পুর্তের কর্মাধক্ষ্য, ফজিলা বেগম, কৃষি কর্মাধক্ষ্য প্রশান্ত লাহা, জনস্বাস্থ্যর কর্মাধক্ষ্য প্রবীর গাঙ্গুলী, মৌসুমী লাহা সহ সকল তৃণমূল নেতা কর্মীরা। এর আগে পঞ্চায়েত নির্বাচনে এই রকম ছবি দেখা গেলেও পরে এমন কোন মঞ্চে সকলকে এইভাবে দেখা যায়নি। 

গলসি বিধায়ক অলোক মাঝি জানান, পিছনের কথা এখন কিছু ভাবছি না। দল তাকে বড় দায়িত্ব দিয়েছে, এখন অন্যকিছু ভাবা কোন প্রশ্নই নেই। সামনে অনেক কাজ সেই কাজ করতে হবে। বিধান সভার আগে দলকে আরও বেশি শক্তিশালী করতে হবে।

গলসি ১ নং ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি শা ওমর ফারুক বলেন, গোষ্ঠীর কথা সে এখন পুরাতন। আজকের মঞ্চ আগামীতে অনেক ভাল পথ দেখাবে। আমাদের নিজেদের মত বিরোধ ও ভুলভ্রান্তি ছিল। সেই সব এখন অতীত। কারন রাজনীতির শেষ বলে কিছু হয়না। যেখানে শেষ সেখানে নতুন কিছু শুরু হয়। সামনেই ২১ সালে বিধান সভার নির্বাচন। এখন তাদের মুল লক্ষ হল একত্রে লড়াই করা। দলনেত্রীর নীতি আদর্শ মেনে চলা। 

গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন বলেন, গ্রাম্য বিবাদ নিয়ে গোষ্ঠী কিছু মানুষ তৈরী করেছে। তাদের নিজেদের মধ্যে কখনই কোন গোষ্ঠী নেই। পার্থর ও ফারুকের সাথে বরাবরই সম্পর্ক ভালো। এর আগেও দলীয় নির্দেশে আমরা বহুবার একত্রে অনুষ্ঠান করেছি। গলসির পোতনার মাঠে তৃণমূল যুবর একটি বড় অনুষ্ঠানে একত্রিত হয়েছিলাম। তাছাড়া পঞ্চায়েত নির্বাচনে সকলে একত্রে হয়ে ভোট করিয়েছি। একত্রে আছি ছিলাম ও থাকবো। 

গলসি ১ নং ব্লক তৃণমূল যুব সভাপতি পার্থ মন্ডল বলেন, আজকে কোন প্রশ্নর উত্তর দিতে বলেন না। আগামীর কাজ করি তারপর সব প্রশ্নর উত্তর দেব। 

0 Comments: