আন্তর্জাতিক
বিজ্ঞান প্রযুক্তি
টিক-টক সহ মোট ৫২ টি জনপ্রিয় চীনা এপ্লিকেশনে সতর্কবার্তা ভারতীয় গোয়েন্দা সংস্থার। জেনে নিন সেই লিস্ট।
টিক-টক সহ মোট ৫২ টি জনপ্রিয় চীনা এপ্লিকেশনে কড়া নজর ভারতীয় গোয়েন্দা সংস্থার। বেশ কিছু জনপ্রিয় চীন এপ্লিকেশন কে আর নিরাপদ মনে করছে না ভারতীয় গোয়েন্দা সংস্থা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে তারা ভারত সরকারকে ইতিমধ্যে এই এপ্লিকেশন কে বন্ধ করার কিংবা এই এপ্লিকেশন সম্পর্কিত নির্দেশিকা জারি করার জন্য সতর্কবার্তা ও দিয়েছে গোয়েন্দা সংস্থা। তারা সরকারকে নির্দেশিকা জারি করার জন্য যাতে জনসাধারণ এই এপ্লিকেশন গুলি ব্যবহার করার থেকে বিরত থাকে সেই পরামর্শও দিয়েছে।
- এই অ্যাপ্লিকেশনগুলি ভারতের সুরক্ষার জন্য হুমকির সম্ভাবনা রয়েছেপ্রশ্নে থাকা অ্যাপগুলি কোনটি?
- প্রশ্ন তুলেছে ডাটা সিকিউরিটি এর ব্যাপারে
- প্রত্যেকটা এপ্লিকেশন ই বহুল জনপ্রিয়
- এখন এই সমস্ত অ্যাপ্লিকেশন ঘনিষ্ঠভাবে পরীক্ষা করা হবে
প্রশ্ন হচ্ছে কেন এহেন নির্দেশিকা ?
এই অ্যাপ্লিকেশনগুলি ভারতের সুরক্ষার জন্য অনেক প্রশ্ন তুলছে। কারণ এই চীনা এপ্লিকেশনের মাধ্যমে অধিকাংশ ভারতীয়দের ব্যাক্তিগত ডাটা যা সরাসরি চীনা সরকারের কাছে চলে যাচ্ছে। আর এই ডাটার অপব্যাবহার প্রয়োজন হলে চীন করতে পিছু পা হবে না। আধুনিক যুগে সবচেয়ে বড় সিকিউরিটি হলো আমাদের ব্যাক্তিগত ডাটার সিকিউরিটি। কিন্তু এই এপ্লিকেশন গুলির মাধ্যমে সেই সিকিউরিটি কোথাও না কোটায় ভঙ্গ হচ্ছে বলে মনে করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।
একজন প্রবীণ সরকারী কর্মকর্তা হিন্দুস্তান টাইমস কে জানিয়েছেন এই পরামর্শটি জাতীয় সুরক্ষা কাউন্সিল সচিবালয় দ্বারা সমর্থন করা হয়েছে। জাতীয় সুরক্ষা কাউন্সিল সচিবালয় ও মনে করে এই ৫২ টি অ্যাপ্লিকেশন জাতীয় সুরক্ষার জন্য হুমকিস্বরূপ।
কি কি এপ্লিকেশন রয়েছে এই তালিকায় ?
সরকারের কাছে পাঠানো তালিকায় রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শপিং এর বিভিন্ন এপ্লিকেশন।
এই লিস্ট এর মধ্যে সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন গুলি হলো হলেন টিকটোক, জুম, লাইক, হেলো, এমআই ভিডিও কল-শাওমি, ভিগো ভিডিও, , বিগো লাইভ, ওয়েইবো,উই চ্যাট , ভিভাভিডিও। এদিকে শপিং অ্যাপস এর মধ্যে রয়েছে ক্লাবফ্যাক্টরি, শাইন, এমআই স্টোর এবং ROMWE ।
এই তালিকায় রয়েছে তালিকায় আরও রয়েছে ভল্ট-হাইড,শেয়ার ইট , ইউসি নিউজ, ইউসি ব্রাউজার, বিউটিপ্লাস, জেন্ডার, নিউজ ডগ , ফটো ওয়ান্ডার, এপিএস ব্রাউজার, পারফেক্ট কর্প, সিএম ব্রাউজার, Virus Cleaner (Hi Security Lab), DU recorder, YouCam Makeup, 360 Security, DU Battery Saver, এবং DU Browser. উল্লেখযোগ্য ভাবে এই সমস্ত এপ্লিকেশন ই কিন্তু প্রচুর সংখ্যায় গুগল প্লে স্টোরে এ ডাউনলোড হয়েছে। এবং ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়।
এখন, সমস্ত অ্যাপ্লিকেশন গুলি থাকবে সরকারের করা নজরদারিতে
সতর্কতার বিষয়টি পুনরায় বিবেচনা করে, চীন-সংযুক্ত সমস্ত অ্যাপ্লিকেশনগুলি এবং গোয়েন্দা সংস্থার হুমকির মূল্যায়ন করার জন্য নিবিড়ভাবে নজরদারি করা হবে সরকারের তরফ থেকে ।
একজন সরকারী কর্মকর্তা এইচটি কে জানিয়েছেন যে " এই এপ্লিকেশন সংক্রান্ত সুপারিশ এর বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে" এবং প্রতিটি অ্যাপের সাথে যুক্ত বিভিন্ন বিষয় গুলি এবং ডাটা সিকিউরিটি একে একে পরীক্ষা করা হবে।এর পরে, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারের জন্য সরকার একটি পরামর্শক জারি করতে পারে।


0 Comments: