Headlines
Loading...
ফের বড়সড় ধাক্কার মুখে চীন - চিনকে শায়েস্তা করতে বিএসএনএল (BSNL) এর বড় সিদ্ধান্ত

ফের বড়সড় ধাক্কার মুখে চীন - চিনকে শায়েস্তা করতে বিএসএনএল (BSNL) এর বড় সিদ্ধান্ত

এই দুঃসময়ের মধ্যেও চিন তার  হিংসা মূলক কাজ করেই চলেছে । ১৫ জুন চীন ও ভারতের মধ্যে এক রক্তাক্ত সংঘর্ষ হয়েছিল । এই সংঘর্ষে ভারতীয় ২০ জন জাওয়ান শহীদ হন । চীনের প্রতিবাদে দেশবাসী চিনা অ্যাপ সহ সমস্ত চীনা পণ্য বর্জন করার সিদ্ধান্ত নেন । ১৯৮৮ সালে ভারত ও চীনের অর্থনীতি ছিল প্রায় একই পরিমাণ । একই পরিমাণ অর্থ তারা প্রতিরক্ষা মূলক ব্যবস্থায় খরচ করতো ।কিন্তু এখন চীনের অর্থ ভারতের চেয়ে ৫ গুণ বৃদ্ধি পেয়েছে । প্রতিরক্ষা মূলক ব্যবস্থায় ভারতের চেয়ে চারগুণ বেশি খরচ করে চিন । চীন ভারতের প্রধান বাণিজ্যিক সহযোগী ও চীনের রপ্তানির চেয়ে অনেক বেশি আমদানি করে ভারত । গতবছর বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৫৩০০ কোটি ডলার ।
চীনের সাথে বাণিজ্যের ঘাটতি  কমাতে চায় ভারত 
সম্প্রতি ৫৯ টি চীনা এপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছে ডাটা সিকিউরিটির কারণে 
এর ফলে মানুষ দেশের টেলিকম সংস্থাগুলোর প্রতি আস্থা রাখতে পারবে 

চিনা অ্যাপ বর্জন করতে বহু তাবড় তাবড় সেলিব্রেটি , নেতা-মন্ত্রী , এমনকি দেশের সীমান্তে থাকা জওয়ানরা ও দেশবাসীর কাছে অনুরোধ করছে চীনা পণ্য ও চীনা অ্যাপ ব্যবহার না করতে । এবার এই আবহে ভারত চীন কে বয়কট করল । ১৯৮৮ সালে চীন এবং ভারতের মধ্যে এক ধরনের বোঝাপড়া হয় যে তারা সীমান্ত নিয়ে কোন বিরোধে জড়াবে না । যাতে দুটো দেশ অর্থনীতিতে বৃদ্ধিতে মনোনিবেশ করতে পারে । চীনের প্রায় ৫৯ টি অ্যাপ ভারত নিষিদ্ধ করেছে । এই আ্যাপ গুলির মধ্যে বিশেষ কয়েকটি অ্যাপ জনপ্রিয় যেমন - টিকটক , শেয়ার ইট , ইউসি ব্রাউজার এবং আরও বিভিন্ন জনপ্রিয় চিনা অ্যাপ । দেশের মানুষের তথা দেশের গোপনীয়তার স্বার্থে এই অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার । আগে থেকেই কেন্দ্রীয় সরকার বিএসএনএল (BSNL) কে নির্দেশ দিয়েছিল যে এই কোম্পানি কোন দিন যাতে চিনা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না হয়  । 

সেইমতো এবার চিনা কোম্পানিকে বড়সড় ধাক্কা দিল বিএসএনএল (BSNL) । কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় টেলিকম সংস্থা বিএসএনএল এবং এমটিএন এল কে জানিয়ে দেওয়া হয়েছে যে এই নেটওয়ার্কগুলো র সঞ্চালনে এবং উন্নতি সাধনে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা যেন মোটেও চিনা যন্ত্রপাতি না হয় সেদিকে যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে । এ ক্ষেত্রে দেশীয় টেলিকম সংস্থার কাছে দেশের মানুষের যে সকল তথ্য রয়েছে তা যেন মোটেও ফাঁস না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই চিনা যন্ত্রপাতি ওই দুটি টেলিকম সংস্থা থেকে বাদ দিয়ে দিতে হবে । শুধু তাই নয় বিএসএনএল এর নেটওয়ার্ক পরিষেবা আরো উন্নত করার জন্য এবং সর্বোপরি ভারতের প্রতিটি জায়গায় বিএসএনএল 4 G পরিষেবা চালু করার জন্য অধিক গুরুত্ব আরোপ করতে হবে । 

এতে মানুষ দেশের টেলিকম সংস্থাগুলোর প্রতি আস্থা রাখতে পারবে । বিএসএনএল এবং এমটিএন এল নেটওয়ার্ক পরিষেবার উন্নতি সাধনে আরো একটি ধাপ হলো মানুষের চাহিদা মতো রিচার্জ প্ল্যান তৈরি করা এবং দেশীয় দ্রব্য ব্যবহারের প্রতি মানুষকে উৎসাহিত করা ।  একটি বিশেষ সূত্রের খবর অনুযায়ী বিএসএনএল পরিষেবা কে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং নেটওয়ার্ক পরিষেবা 4G তে প্রদান করার লক্ষ্যে সম্প্রতি একটি টেন্ডার হতে পারে । এতে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবে ।

0 Comments: