Headlines
Loading...
ছিপে উঠলো ১৮ কেজি ভেটকি। দাম উঠলো ১২ হাজার

ছিপে উঠলো ১৮ কেজি ভেটকি। দাম উঠলো ১২ হাজার

উলুবেড়িয়া গঙ্গা থেকে ১৮ কেজি ওজনের ভেটকি মাছ। তাও আবার ধরা পরল হুইল ছিপে। পেল্লাই ভেটকির বাজারে দাম উঠলো প্রায় ১২ হাজার টাকা। উলুবেড়িয়ার রাঙা মেটের বাসিন্দা তরুণ বেরা আজ সকালে গঙ্গা থেকে হুইল ছিপ ফেলেন। কিছুক্ষনের মধ্যেই তার ছিপে ধরা পড়ে ১৮ কেজি ওজনের ভেটকি মাছটি। খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য। উলুবেড়িয়া বাজারে মাছটির দাম উঠল ১২ হাজার টাকা।

0 Comments: